ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

ডামি মিছিল!

কাজী সোহাগ
২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার

রাজধানীর শেওড়াপাড়ায় ছিমছাম ও পরিপাটি করে সাজানো ওয়ার্ড কাউন্সিলরের অফিসে বসে আছেন এমপি প্রার্থী মন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তাকে ঘিরে চারপাশে নেতারা অবস্থান নিয়েছেন। বিভিন্নজন  এসেছেন বিভিন্ন ওয়ার্ড থেকে। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে ছাত্রলীগের নেতারাও আছেন সারিতে। অফিস কক্ষে তিল ধারণের জায়গা নেই। মাঝে মাঝে করতালির শব্দ। অন্যদিকে অফিস কক্ষের বাইরে মুহুর্মুহু মিছিল। কিছুক্ষণ পরপরই আসছে মিছিল। গলা ফাটানো স্লোগান। সঙ্গে নানা স্তুতি বাক্য।

বিজ্ঞাপন
কক্ষের ভেতরে থাকা স্থানীয় নেতারা এমপি প্রার্থীকে জানাচ্ছেন বাইরে মানুষের ঢল। বিভিন্ন ওয়ার্ড থেকে একের পর এক মিছিল নিয়ে আসছেন নেতাকে দেখতে। নেতার বক্তব্য শুনতে। প্রার্থীর মুখে তখন তৃপ্তির হাসি। প্রার্থী বলে যাচ্ছেন আবার ক্ষমতায় এলে কি করবেন, কি করা উচিত। দলকে কীভাবে আরও সুসংগঠিত করা যায়। বিরোধ মিটিয়ে এক কাতারে থেকে নেতৃত্ব দেয়া যায়। কাদেরকে আগামীতে পদ দেয়া হবে সে আশ্বাসও দিলেন। সবমিলিয়ে অফিস কক্ষের মধ্যে দারুণ পরিবেশ। সবার মুখেই তৃপ্তির হাসি। কিন্তু এক প্রত্যক্ষদর্শীর মনোযোগ আটকে গেল মিছিলের দিকে। টানা ৪০ মিনিট দাঁড়িয়ে তিনি শুধু মিছিল দেখলেন। কিন্তু মানুষের ভিড় পেলেন না। এই প্রতিবেদকের সঙ্গে তিনি ওই মিছিলের অভিজ্ঞতার বর্ণনা দিলেন। তার ভাষায়-এত কম সময়ের মধ্যে এতবার মিছিল খুব একটা দেখা যায় না। তার বর্ণনায়, ২০ থেকে ২৫ জনের একটি দলকে দেখলাম দূর থেকে মিছিল নিয়ে আসছে। তারা নির্বাচনের নানা স্লোগান দিচ্ছেন। আবার নেতার নাম ধরেও নানা ধরনের স্লোগান দেন। মিছিলটি অফিস কক্ষের গেট পর্যন্ত এসে থেমে যায়। এরপর গেটের সামনে দাঁড়িয়ে আরও জোরালো কণ্ঠে স্লোগান দিতে থাকেন। প্রায় ৫ মিনিট ধরে স্লোগান শেষে ওই দলটি যেদিক থেকে এসেছিল সেদিকে দ্রুত চলে যায়। কিছুক্ষণ পর দেখি আবারো মিছিল আসছে একই দিক থেকে। মজার বিষয় মিছিলের স্লোগান সেই একই, স্লোগানদাতাও সেইই। আরও মজার বিষয়, কিছুক্ষণ আগে যে দলটি মিছিল নিয়ে গেট পর্যন্ত এসেছিল এই মিছিলের দলটি তারাই। এভাবে আরও বেশ কয়েকবার তাদের একইভাবে মিছিল নিয়ে আসতে দেখলাম। 

৫২ বছর বয়সী ওই প্রত্যক্ষদর্শী জানান, জীবনে এত সময়ে কম মিছিল দেখিনি। কিন্তু এ ধরনের ডামি মিছিল এই প্রথম দেখলাম। প্রত্যক্ষদর্শীর ওই বর্ণনার পর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাদের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক নেতা মানবজমিনকে বলেন, নির্বাচনের জন্য এখন আর মানুষ পাওয়া যায় না। টাকা দিলেও সবাই মিছিলে আসতে চান না। কিন্তু নেতারা যখন প্রচারণায় আসেন তখন তারা বিপুলসংখ্যক লোকের উপস্থিতি দেখতে চান। তাই বাধ্য হয়ে কিছু মানুষ জোগাড় করতে হয়। তাদের সঙ্গে দলের একনিষ্ঠ কর্মী ও সমর্থকরাও থাকেন। তারা বলেন, দলীয় প্রার্থী নেতাকে খুশি করতেই এ ধরনের উদ্যোগ নেয়া হয়ে থাকে। তিনি অফিস কক্ষ থেকে মাঝে মাঝেই স্লোগানসহ মিছিলের আওয়াজ শুনতে পান। এতে তিনি ধারণা করেন অনেক মানুষের সমাগম হয়েছে। মিছিলের পর মিছিল নিয়ে মানুষ তাকে সমর্থন দিতে আসছে। তবে এ এলাকার নেতারা জানান, এবারের নির্বাচনে আমাদের দলীয় প্রার্র্থী বরাবরের মতোই বিপুল ভোটে জয়লাভ করবেন। কারণ তিনি দলের কাছে পরীক্ষিত এক নেতা। মানুষও তাকে ভালোবাসেন।

 

পাঠকের মতামত

ভারত আমাদের ডামি গনতন্ত্র দিয়েছে, জনগনকে ডামি বানিয়েছে, বিচার ব্যবস্থাকে ডামি বানিয়েছে, অল্প কিছুদিনেই দেখা যাবে ডামি স্বাধীনতা ।

Monir
১ জানুয়ারি ২০২৪, সোমবার, ৮:৪৩ অপরাহ্ন

ইনসানিয়াত আনতে হবে নইলে জুলুম কায়েম হবে -ইমাম হায়াত চেয়ারম্যান ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ।

ইনসানিয়াত সমর্থক
২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার, ৩:২৫ পূর্বাহ্ন

জামা কাপড় সবই গেছে তবুও তারা নেংটা হয়নি, কেননা গায়ের চামড়াই তাদের বড় আবরণ, এখন জনগণের জন্য অপেক্ষায় আছে কবে জনগণ তাদের সেই চামড়ার আবরনটা ছুলে নিবেন।

মোঃ কামরুল হাসান
২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৬:৫৭ পূর্বাহ্ন

We are waiting for watching DAMI position party in perlanent.

Dr. Ahmad
২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৬:৫০ পূর্বাহ্ন

কবে দেখবো দেশটারই নাম হয়ে গেছে ডামি দেশ

syed
২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৫:৩৭ পূর্বাহ্ন

বাংলাদেশ আওয়ামী ডামি লীগ গঠন হওয়ার অপেক্ষায় আছি।

বখতিয়ার
২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৫:১১ পূর্বাহ্ন

এই সরকারের নতুন আবিস্কার “ডামি নির্বাচন”। সরকারের এই ডামি নির্বাচনি খেলায় সরকারের মনোনিত খেলোয়ারগন ভাল অভিনেতা হতে পারেনি, হয়েছে কতগুলো বেহায়া জোকার। নির্বাচনি অভিনয়ে এই জোকারদের নর্তন কুর্দন দেখে মানুষ হাসছে এবং আনন্দ পাচ্ছে। খুবই ভাল !!!!

Aminul Hoque
২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ১:৩০ পূর্বাহ্ন

আমার মনে হয় আওয়ামীলীগ ক্ষমতা থেকে ছিটকে পড়লে জাসদের মতো ডামি হয়ে যাবে।

ইসমাইল
২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ১:২২ পূর্বাহ্ন

ডামি নির্বাচন, ডামি মিছিল, ডামি প্রার্থী, ডামি ভোটার, ডামি ফলাফল, ডামি সরকার, ডামি নেতা এভাবে আস্তে আস্তে সব কিছু একদিন ডামি হয়ে যাবে।

মো: মোশারফ হোসেন
২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:৫৬ পূর্বাহ্ন

সরকারী দল আওয়ামীলীগ দেউলিয়া থেকে দেউলিয়াতর হচ্ছে।

বীর বাঙ্গালি
২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:১৫ পূর্বাহ্ন

অনেক দিন পর মন খুলে হাসলাম

Alfu Miah
২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:১২ পূর্বাহ্ন

আওয়ামী লিগের দুর্দশায় করুনা প্রকাশ করতে হয় ! ২০২৪ নির্বাচনে ২% ভোটও কাস্ট হবে না, কারণ আওয়ামী ভোটাররাও জানে তারা ভোট না দিতে গেলেও আওয়ামী লিগের ই একজন জিতবে, কারণ সম্পূর্ণ পরিকল্পিতভাবে সমগ্র বাংলাদেশের বিএনপি র সব স্তরের নেতা-কর্মীদের সবাইকে জেলে ঢুকিয়ে পাতানো নির্বাচন চলছে। এই নির্বাচন বাংলাদেশীরা মানে না, সারা দুনিয়ারও কেওই মানে না।

প্রত্যক্ষদর্শী
২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:০৬ পূর্বাহ্ন

অনেক দিন পর মন খুলে হাসলাম

শেখ ওসমান গনি
২৫ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১১:২২ অপরাহ্ন

একটি হা হা ছাড়া কিছুই দিতে পারলাম না, দুঃখিত

SHEIKH AMINUL ISLAM
২৫ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১০:৫৩ অপরাহ্ন

এ দেশের সুরক্ষা, নৈতিক মানোন্নয়ন, সুশিক্ষা, ন্যায় বিচার ও স্বনির্ভরতার প্রতীক- "বাংলাদেশ ক্লিন ইমেজ পার্টি" -- একটি বিজ্ঞানমনস্ক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর ৷

hasan
২৫ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১০:২১ অপরাহ্ন

এলাকায় কেমন সামর্থন আছে এতেই বুঝা যায়। সুষ্ঠ নির্বাচন হলে, ইউনিয়ান পরিষদের চেয়ারম্যানে দাড়ালে পাশ করবেন কিনা প্রশ্নের দাবীদার।

আকবর আলী
২৫ ডিসেম্বর ২০২৩, সোমবার, ৮:৫৪ অপরাহ্ন

হ্য হ্যাহ্যা।

মো: আজিজুল হক
২৫ ডিসেম্বর ২০২৩, সোমবার, ৫:৪৮ অপরাহ্ন

আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে ছাত্রলীগের ডামি মিছিল!

ডামি ভোট
২৫ ডিসেম্বর ২০২৩, সোমবার, ৪:০৫ অপরাহ্ন

দুঃখজনক, বঙ্গবন্ধু কন্যা ইচ্ছে করলে সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েও ক্ষমতায় আসার সুযোগ ছিল, হোক না আই ওয়াস নির্বাচন কিন্তু বর্তমানে মে নির্বাচন হচ্ছে বা হবে আমরা আওয়ামীও লজ্জিত।

Nizam
২৫ ডিসেম্বর ২০২৩, সোমবার, ২:৪৮ অপরাহ্ন

ডামি মিছিল কথাটা সঠিক নয় হবে "আওয়ামী স্বতন্ত্র দলের" মিছিল!!

Milon Azad
২৫ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১:৪২ অপরাহ্ন

গল্পের ছলে মানুষের মনে সন্দেহ ঢুকাচ্ছেন

Tarif
২৫ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১১:৩২ পূর্বাহ্ন

এদের দুর্দশায় করুনা প্রকাশ করতে হয়,কিন্তু কেন জানি হাসি পাচ্ছে।

ইতরস্য ইতর
২৫ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১১:২৯ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status