বাংলারজমিন
সোনাইমুড়ীতে চলছে খাল দখলের প্রতিযোগিতা
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
২৪ জুন ২০২২, শুক্রবারনোয়াখালীর সোনাইমুড়ীতে প্রতিযোগিতামূলকভাবে চলছে খাল দখলের মহোৎসব। উপজেলার বজরা ইউপির ইসলামগঞ্জ বাজারস্থ নির্মাণাধীন ব্রিজের দু’পাশে মহেন্দ্র খালটি দখল করে নিচ্ছে ভূমিদস্যুরা। অপরদিকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কের দু’পাশ দখল করে কতক ভূমিদস্যু দোকান নির্মাণ করে তা আবার বিক্রি করছে। এদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরজমিন গিয়ে দেখা যায়, খালের উপর নির্মাণাধীন সেতুর দু’পাশে স্থায়ীভাবে পাকা ভবন নির্মাণ করছে কতক ভূমিদস্যু। ভবনে কর্মরত শ্রমিকদের কাছ থেকে জানা যায়, বজরা ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার আবদুর রহিম ও জনি নামে ২ জন সেতুর দক্ষিণ পাশে খাল দখল করে সিমেন্টের পিলার দিয়ে দোকানঘর নির্মাণ করছে। উত্তর পাশে বারাহীনগর গ্রামের নুর আলম (নুরু মিয়া)। এর বিপরীত দিকে (পূর্ব পাশে) আহসান উল্যার ওয়ারিশগণ খাল দখল করে স্থায়ীভাবে ভবন নির্মাণ করছে। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে মানবজমিনকে জানান, ভূমিদস্যুরা প্রভাবশালী। নাম প্রকাশ করলে নিরাপত্তা ঝুঁকিতে থাকতে হবে বলে জানান। তারা আরও জানায়, একদিকে খাল কাটার নামে পুকুর চুরি, অন্যদিকে খাল দখল করে ভবন নির্মাণ করলেও এখানে স্থানীয় কোনো প্রশাসন আছে বলে মনে হয় না।