বাংলারজমিন
মৌলভীবাজারে খাদ্য গুদামে বন্যার পানি, বাড়ছে দুর্ভোগ
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৪ জুন ২০২২, শুক্রবার
জেলার কুশিয়ারা, মনু ও ধলাই নদীর পানি কিছুটা কমলেও বাড়ছে হাকালুকি হাওরের পানি। পানি বৃদ্ধি পেলে বা কমলেও বন্যার্ত মানুষের দুর্ভোগ কেবল বাড়ছেই। জেলার হাকালুকি হাওর তীরবর্তী বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলার বন্যাদুর্গতরা অবর্ণীয় দুর্ভোগ পোহাচ্ছেন। বন্যায় ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়া মানুষরা নানা সংকটে পড়েছেন। বন্যার শুরু থেকে এখন পর্যন্ত বিশুদ্ধ খাবার পানি, খাদ্য ও স্যানিটেশন সমস্যায় ভুগছেন। তবে গতকাল থেকে ব্যক্তি, প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো তাদের সাধ্যানুযায়ী সাহায্য সহযোগিতা নিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন। ওই সব ত্রাণসামগ্রীর মধ্যে বেশির ভাগই শুকনো খাবার। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত রয়েছে। নদী তীরবর্তী এলাকার পানি কিছুটা কমলেও হাওর তীরবর্তী এলাকায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত বুধবার উজানে বৃষ্টিপাত না হওয়ায় গতকাল মৌলভীবাজারে কুশিয়ারারা, মনু ও ধলাই নদীর পানি কিছুটা কমলেও দুর্ভোগ বেড়েছে বানভাসি মানুষের।