বিনোদন
টরন্টোতে এথনিক প্রেস কাউন্সিল অ্যাওয়ার্ড পেলো প্রবাসী টিভি
স্টাফ রিপোর্টার
২০ ডিসেম্বর ২০২৩, বুধবার
কানাডার টরন্টোর জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেল প্রবাসী টিভি। গত ১৫ই ডিসেম্বর টরন্টোতে প্রেস্টিজিয়াস ন্যাশনাল এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অব কানাডা অ্যাওয়ার্ড পেয়েছে চ্যানেলটি। বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ অ্যাওয়ার্ড পায় চ্যানেলটি। বিভিন্ন কমিউনিটির চার শতাধিক অতিথির সামনে টরন্টোর নর্থ ইয়র্কের হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে প্রবাসী টিভির পাঁচ পরিচালক রেশাদ চৌধুরী, আহাদ খন্দকার, দীন ইসলাম, মাহবুব চৌধুরী রনি এবং আরিফ আহমেদের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন কানাডার অন্টারিও প্রদেশের বিরোধী দল এনডিপি’র লিডার অফ অপজিশন মেরিট স্টিলস। একই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন কাজে অবদানের স্বীকৃতি হিসেবে প্রবাসী টিভির পরিচালক এবং জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি মাহবুব চৌধুরী রনি অ্যাওয়ার্ড পান। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শাখায় অবদানের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে কানাডার ফেডারেল সরকারের এমপি, প্রভিন্সিয়াল সরকারের এমপিপি, টরন্টো সিটির ডেপুটি মেয়র এবং কাউন্সিলরসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এক প্রতিক্রিয়ায় মাহবুব চৌধুরী রনি বলেন, আমাদের টিভি চ্যানেল ও নিজে পুরস্কার অর্জন করায় সম্মানিত বোধ করছি। আমাদের চ্যানেল কমিউনিটির সব ভালো কাজের সঙ্গে সব সময় ছিল, আছে এবং থাকবে। প্রবাসী টিভির পরিচালক দীন ইসলাম জানান, টরন্টোতে আমাদের বাঙালি কমিউনিটিকে সামনের কাতারে দেখতে চাই। এজন্য প্রবাসী টিভির সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। উল্লেখ্য, আগামী ২৩শে ডিসেম্বর প্রবাসী টিভি চতুর্থ বর্ষে পদার্পণ করতে যাচ্ছে।