বিনোদন
‘ব্যাটম্যান’খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার আর নেই
বিনোদন ডেস্ক
(১ দিন আগে) ২ এপ্রিল ২০২৫, বুধবার, ২:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০২ অপরাহ্ন

দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন হলিউডের ‘ব্যাটম্যান’ ভ্যাল কিলমার। উপরন্তু সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটে। দীর্ঘ রোগভোগের পর শেষমেশ চিরনিদ্রায় দেশে পাড়ি দিলেন কিলমার। মঙ্গলবার লস অ্যাঞ্জেলসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় এ অভিনেতা। ‘ব্যাটম্যান’-এর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার কন্যা মার্সিডিজ কিলমিার।
তিনি জানান, নিউমোনিয়াতে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার বাবার। ২০১৪ সালে কণ্ঠনালিতে কর্কটরোগ ধরা পড়ে। চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন কিলমার। তবে শেষ রক্ষা আর হল না। মঙ্গলবারই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন অভিনেতা। মৃত্যুকালে ভ্যাল কিলমারের বয়স হয়েছিল ৬৫। কিলমারের সবচেয়ে স্মরণীয় সিনেমার একটি ১৯৯১ সালে অলিভার স্টোনের ‘দ্য ডোরস’। এ ছবিতে মরিসনের চরিত্রে অভিনয় করা কিলমার তার অডিশনের আগে মরিসনের সব গানের কথা মুখস্থ করেছিলেন এবং প্রায় এক বছর ধরে গায়কের মতো পোশাক পরে তিনি এই চরিত্রে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন। ১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন কিলমার। ১৯৮৮ সালে অভিনেত্রী জোয়ান হোয়ালিকে বিয়ে করেন। ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান রয়েছে।