কলকাতা কথকতা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে আজ ইডির তলব, সকাল থেকে নজরবন্দি বাসভবন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৭ অপরাহ্ন

বৃহস্পতিবার সকাল থেকে গাড়িতে গাড়িতে ছয়লাব হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন ভবন। বাড়িটি তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । তার স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে আজ ইডি গরু ও কয়লা পাচারকাণ্ডে জেরা করার জন্য সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে। ভোর থেকে ইডি কার্যত ঘিরে ফেলেছে শান্তিনিকেতন। পাছে তৃণমূল কর্মীরা রুজিরাকে সিজিও কমপ্লেক্সে যেতে বাধা দেয় তাই ইডি’র এই তৎপরতা। অভিষেক এবং রুজিরা অবশ্য ইডির যে কোনও ধরনের জেরায় সহযোগিতাই করছেন।
তাহলে এই তৎপরতা কেন?
ইডির এক মুখপাত্র জানিয়েছেন, সাম্প্রতিক জেরাগুলি সবই করা হয়েছে রুজিরার বাড়িতে। দীর্ঘদিন পরে তাকে দপ্তরে ডাকা হলো। তাই, এই বিশেষ ব্যবস্থা। রুজিরাকে এর আগে জেরা করে বিদেশে থাকা অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চেয়েছিল ইডি। উত্তর সন্তোষজনক নয় বলেই নাকি আজকের জেরা। ইতিমধ্যে রাজ্য পুলিশের সিআইডি অভিযোগ জানিয়েছে, ইডি ও সিবিআই অফিসাররা রুজিরার বোন মেনকা গম্ভীরকে নানা বিষয়ে হুমকি দিচ্ছে। চাপ সৃষ্টি করা হচ্ছে। এরইমধ্যে আজ রুজিরাকে তলব। হনুমানের লেজে আগুন লাগলো বলে!