ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

রাঙ্গামাটির দুর্গম বড়থলিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

রাঙ্গামাটি প্রতিনিধি
২৩ জুন ২০২২, বৃহস্পতিবার

রাঙ্গামাটির দুর্গম বড়থলি এলাকায় বিচ্ছিন্নতাবাদী উপজাতীয় সন্ত্রাসী সংগঠন কেএনএফ-এর সশস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে বিলাইছড়ি উপজেলাধীন বড়থলি ইউনিয়নের সাইজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বড়থলি ইউনিয়নের চেয়ার?ম্যান আতোমং মারমা এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। তারা হলেন- বীজলা ত্রিপুরার ছেলে বিশ্ব চন্দ্র ত্রিপুরা (৫৮) এবং সুরেন্দ্র ত্রিপুরার সন্তান চিতারাং ত্রিপুরা (৬৫)। এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে, ওই সশস্ত্র হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তার মধ্যে জেএসএস-এর তিনজন। বাকি দু’জন স্থানীয় ত্রিপুরা গ্রামবাসী। এদিকে, সশস্ত্র হামলায় প্রতিপক্ষের তিনজন নিহত হওয়ার বিষয়টি নিজেদের ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে নবসৃষ্ট উপজাতীয়দের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর মিডিয়া শাখা। রাঙ্গামাটির পুলিশ বাহিনী বলছে, তারা বিষয়টি শুনেছেন এবং বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা মুঠোফোনের মাধ্যমে জানান, আমরা বিষয়টি জানতে পেরেছি। কিন্তু এলাকাটি অত্যন্ত দুর্গমাঞ্চলে অবস্থিত বিধায় খবর নিতে একটু বেগ পেতে হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাইজাম পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য নতুন সৃষ্ট কুকি চিন পার্টিকে দায়ী করেছে স্থানীয়রা। কুকি চিনের পরিচালিত ফেসবুক পেজে দাবি করা হয় নিহতরা জেএসএসের সদস্য। জেএসএসের ক্যাম্পে হামলা করে কুকি চিন সফল হয়েছে দাবি করা হয় পেজে। স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে সশস্ত্র অবস্থায় একদল সন্ত্রাসী সাইজাম পাড়ায় এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তিন জন মারা যান। অনেকে আহত হন। বড়থলি ইউনিয়নের চেয়ারম্যান আতোমং মারমা স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত ৬ই জুন সাইজাম পাড়ায়  জেএসএস ও কুকি চিন দলের মধ্যে সংঘাত হয়। এতে কুকি চিন বেশ ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য সাইজাম পাড়ার ত্রিপুরাদের দায়ী করে কুকি চিন পার্টি।  এদিকে, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র ফেসবুক পেজে কয়েকদিন আগেই এই ধরনের হামলা চালানোর ব্যাপারে ইঙ্গিত দিয়ে স্ট্যাটাস দেয়া হয়েছিল। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জেএসএসের সন্ত্রাসীরা স্থানীয় গ্রামবাসীর মধ্যে মিশে গেছে। স্থানীয় গ্রামবাসীরাও তাদের সহযোগিতা করছে। জেএসএস সন্ত্রাসীরা যাতে গ্রাম ছেড়ে চলে যায়, সে বিষয়ে সতর্কবার্তাও উক্ত পেজে দেয়া হয়েছিল। এর মাত্র কয়েকদিন পরেই মঙ্গলবার রাতে এই হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনটি।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status