বাংলারজমিন
হরিরামপুরকে গিলে খাচ্ছে রাক্ষুসে পদ্মা
রিপন আনসারী, মানিকগঞ্জ থেকে
২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
পদ্মার ভাঙন যেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাবাসীর জন্য এক অভিশাপ। যুগের পর যুগ বেপরোয়া ভাঙনে দিশাহারা হয়ে পড়েছেন উপজেলার ১৩টি ইউনিয়নের মানুষ। উপজেলার মানচিত্র থেকে হারিয়ে গেছে অসংখ্য ঠিকানা। বছর বছর রাক্ষুসে পদ্মার হিংস্র থাবায় বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, ফসলি জমি চলে যাচ্ছে পদ্মার পেটে। ফলে প্রতি বছরই বাড়িঘর হারিয়ে অনেকেই পরিবার পরিজন নিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। এ ছাড়া ভাঙনের সঙ্গে এখনো লড়াই করে টিকে রয়েছে পদ্মা পাড়ের মানুষ। বিগত কয়েক বছর ধরে পদ্মার সেই আগের হিংস্ররুপ ফিরে আসতে শুরু করেছে। পদ্মার পাড় ঘেঁষে বালু কাটার মেশিন থামানোরও কেউ নেই। মঙ্গলবার পদ্মার দুর্গম চরাঞ্চলে চারতলাবিশিষ্ট আজিমনগর উচ্চ বিদ্যালয়টির বিশাল ভবন মানুষের চোখের সামনে চলে যায় পদ্মার পেটে। মানুষের চোখের পানি আর হাহাকার-চিৎকারে পদ্মার পাড়ের পরিবেশ ভারী হয়ে ওঠে।