বিনোদন
রওনককে নিয়ে গর্বিত মিলন
স্টাফ রিপোর্টার
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান। প্রতিনিয়ত শিল্পীদের পাশে থাকতে দেখা যায় তাকে। কখনো ব্যক্তিগতভাবে আবার কখনো সাংগঠনিকভাবে বিপদে পাশে থাকেন তিনি। শিল্পীদের মাঝে তার এমন কর্মকাণ্ডের সুনাম রয়েছে। সম্প্রতি একটি টিভি চ্যানেলের ক্যুইজ অনুষ্ঠানে অংশ নিয়ে ১ লাখ টাকা পুরস্কার পেয়েছিলেন রওনক। পুরস্কারের পুরো টাকাটাই সহশিল্পী অভিনেত্রী আফরোজা হোসেনের চিকিৎসার জন্য দিয়ে দেন। ক্যান্সারে আক্রান্ত আফরোজা। উন্নত চিকিৎসার জন্য মুম্বই অবস্থান করছেন এখন। অভিনয় শিল্পীদের নেতা রওনক হাসানের এমন উদ্যোগের অনেকেই প্রশংসা করছেন। এবার অভিনেতা আনিসুর রহমান মিলন তার বন্ধুর প্রশংসা করে ফেসবুক স্ট্যাটাসে লেখেন, রওনক হাসান ২০০০ সাল থেকে টেলিভিশন এবং চলচ্চিত্রে অক্লান্ত পরিশ্রম করে গড়ে ওঠা একজন অভিনয় শিল্পী। আমার বন্ধু বলতে গর্ব হয় আজকের রওনককে। নিজ যোগ্যতায় ‘ওভার রেটেড’ অ্যাক্টরদের সঙ্গে পাল্লা দিয়ে আজ তার অবস্থান সকলের নজরে। সাধুবাদ তোমাকে রওনক, যত বড় শিল্পী তুমি তারচেয়েও বড় তুমি মানুষ। আমাদের সহশিল্পী আফরোজা আপার অসুস্থতায় নিজের অর্জিত পুরস্কারের অর্থ পুরোটাই তুমি তার চিকিৎসায় ব্যয় বাবদ দিয়ে তার পাশে দাঁড়িয়েছো তাই তোমাকে সাধুবাদ এবং কৃতজ্ঞতা। আমি এতটুকু জানি অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক হিসেবে নয়, তুমি সাধারণ শিল্পী হয়ে আফরোজা আপার পাশে আছো।