বিনোদন
যুক্তরাষ্ট্রে গাইবেন জেম্স
স্টাফ রিপোর্টার
১৬ এপ্রিল ২০২৫, বুধবার
আগামী ১৪ই জুন যুক্তরাষ্ট্রে টেক্সাসের ডালাসে কনসার্টে গান গাইবেন নগর বাউল খ্যাত রকস্টার জেম্স। গায়কের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন এই তথ্য নিশ্চিত করেছেন। ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে অনুষ্ঠিত হবে ‘চ্যাপ্টার টু: জেম্স লাইভ ইন ডালাস’ শিরোনামের এই কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান মুনলাইট ইভেন্টসের পক্ষ থেকে এটিকে দেশের কোনো ব্যান্ডের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক কনসার্ট হিসেবে অভিহিত করা হয়েছে।