বিনোদন
আড়াল ভাঙলেন বাঁধন
স্টাফ রিপোর্টার
১৬ এপ্রিল ২০২৫, বুধবার
পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। তাই তো এদিন বর্ষবরণে মেতে উঠেছিলেন সবাই। সকল শ্রেণির মানুষ স্বাগতম জানিয়েছেন বাংলা নতুন বছরকে। অন্যদের মতো তারকারাও ভিন্ন সাজে মেতে উঠেছিলেন এই দিনে। তবে বাংলা নববর্ষ শুরুর দিনেই অন্যরকম বার্তা দিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দীর্ঘদিন থেকে ভার্চ্যুয়াল দুনিয়া থেকে দূরে অভিনেত্রী। এবার আড়াল ভেঙে জানিয়েছেন তার কারণ। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি লিখেন, হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ! শুধু বলতে চাই, আমি এখনো এখানেই আছি। এখনো আমার মায়ের বাড়িতেই থাকি, এখনো আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে। ভার্চ্যুয়াল দুনিয়া থেকে দূরে থাকার কারণ জানিয়ে তিনি লিখেন, আমি এজন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি। সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে। আমি নিজ হাতে তৈরি হওয়া একজন মানুষ। যে পথে হেঁটেছি তা সহজ ছিল না, তবে এটি একান্তই আমার। বাঁধন বলেন, আমার ভুলগুলো স্বীকার করি এবং আমার বিকাশকে সম্মান করি। আমার প্রতিটি সফলতা আমি অর্জন করেছি। অন্যদের মতামত আমাকে বিঘ্নিত করে না। আমি জানি, আমি কে এবং এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে। কোনো অনুশোচনা নেই। প্রতিটি অভিজ্ঞতা ছিল একটি শিক্ষা, প্রতিটি পদক্ষেপ গল্পের একটি অংশ, যা আমাকে আজকের আমি হতে সাহায্য করেছে।