বিনোদন
দর্শকরাই ‘জংলি’ ছবির পাওয়ার
স্টাফ রিপোর্টার
১৬ এপ্রিল ২০২৫, বুধবার
গেল ঈদে মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। মুক্তির পর থেকে সিনেমাটি দর্শক হৃদয়ে বেশ ভালোভাবে স্পর্শ করে। বেড়ে যায় এর দর্শক চাহিদা। হল মালিকরাও বাধ্য হয়ে হল সংখ্যা বাড়ায়। সম্প্রতি এম রহিম প্রতিচালিত এই সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। যেখানে পরিবার নিয়ে সিনেমাটি দেখতে আসেন অভিনেতা-অভিনেত্রী এবং সিনেমার কলাকুশলীরা। এদিন সিয়াম আহমেদ বলেন, প্রতি বছরই তো অনেক সিনেমা মুক্তি পায়। সামনেও অনেক সিনেমা আসবে, কিন্তু কিছু কিছু সিনেমার গল্প, সিনেমার থেকেও বেশি কিছু হয়ে ওঠে। বাস্তব জীবনে সেটার একটা ছাপ পড়ে এবং মানুষের হৃদয়ে স্পর্শ করে। এই অভিনেতা বলেন, সিনেমা শেষ হওয়ার পর আমরা দর্শকদের মাঝে যে ধরনের এক্সপ্রেশন দেখতে পেয়েছি, সেটাই প্রমাণ করে সিনেমা কেমন হয়েছে। ‘জংলি’ এখানেই শেষ হয়ে যাবে না। দর্শকরা সাপোর্ট করেছে বলেই ঈদের এতদিন পর এখনো সিনেমা হল হাউজফুল যাচ্ছে। আপনারা প্রতিদিন আমাদের ইন্সপায়ার করে যাচ্ছেন। দর্শকরাই ‘জংলি’র পাওয়ার। এই সফলতা, এই ভালো লাগা, ভালোবাসা, অনুভূতি সব কিছুর পেছনেই রয়েছেন দর্শক। সিয়াম বলেন, আগামী ২৫ তারিখ ‘জংলি’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে। প্রাথমিকভাবে ১১টা দেশে মুক্তি পাচ্ছে। পরবর্তীতে আরও দেশ যোগ হবে। এ ছবিতে আরও অভিনয় করেছেন বুবলী ও দীঘি।