বিনোদন
সম্মাননা পেলেন মলয় ভৌমিক
স্টাফ রিপোর্টার
৯ ডিসেম্বর ২০২৩, শনিবার
নাট্যজন মলয় ভৌমিক। তিনি একাধারে নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও শিক্ষক। এ নাট্যজনকে এবার ‘হাকিম গায়েন স্মৃতি সম্মাননা-২০২৩’তে ভূষিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে আহির বাংলা আয়োজিত পালানাট্যের কর্মশালায় মলয় ভৌমিককে এ সম্মাননা দেয়া হয়। এর আগে তিনি নাট্যসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার, শিল্পকলা পদক, মুনীর চৌধুরী সম্মাননা, আরণ্যক দীপু স্মৃতি পদক, অক্ষয় কুমার মৈত্রেয় সম্মাননাসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। নাটকে তার দীর্ঘ ক্যারিয়ার। তিনি এখন পর্যন্ত ২৭টি মৌলিক নাটক রচনার পাশাপাশি দিয়েছেন ৩৭ নাটকের নির্দেশনা। টেলিভিশন নাটকের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। মলয় ভৌমিক রচিত উল্লেখ্যযোগ্য টেলিভিশন নাটক হলো, ‘আট প্রহরের গল্প, ‘ক্ষরণ’ ও ‘ফেরা’। ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের তার বিখ্যাত নাটক ‘উত্তরখনা’ নিয়মিত পাঠ্য। দেশে-বিদেশের নাট্যকর্মশালায় নিয়মিত অংশগ্রহণ করেন এ নাট্যজন।