বিনোদন
একসঙ্গে পরমব্রত-অনুপম
বিনোদন ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৩, শনিবার
দেব আর সৃজিত একসঙ্গে ছবি করছেন, সে খবর বেশ পুরনো। খবর ছিল দেবের বিপরীতে দেখা যাবে রুক্ষিণী মৈত্রকে। এবার সামনে এলো নতুন তথ্য। ছবির নাম ‘টেক্কা’। এই ছবিতে ফের সিনে পর্দায় জুটি বাঁধছেন পরমব্রত ও স্বস্তিকা। এই চমকের পাশাপাশি নতুন চমক হলো, পরমব্রতের সঙ্গে কাজ করবেন অনুপম। ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি। উল্লেখ্য, ক’দিন আগেই অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়াকে বিয়ে করছেন পরমব্রত।