বিনোদন
‘স্মার্ট বাড়ি’তে মৌসুমী-তানভীর
স্টাফ রিপোর্টার
৯ ডিসেম্বর ২০২৩, শনিবার
মৌসুমী হামিদ ও গোলাম তানভীর এবার জুটি বেঁধে অভিনয় করেছেন ‘স্মার্ট বাড়ি’ শিরোনামের একটি নাটকে। ফরিদুর রেজা সাগরের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। একজন আদর্শবান শিক্ষকের নিজ হাতে গড়া একটি বিদ্যালয়কে ঘিরেই নাটকের গল্পের শুরু। এতে তানভীর ও মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, রওনক হাসান, মিঠু (বড়দা), শিবলী নোমান প্রমুখ।