বিনোদন
এনআরবি তারকা অ্যাওয়ার্ড পেলেন সোনিয়া
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ১:১৫ অপরাহ্ন

অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে এনআরবি তারকা অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন উপস্থাপক শারমিনা সিরাজ সোনিয়া। গত ৩ ডিসেম্বর নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে একটি জমকালো আয়োজনের মাধ্যমে সোনিয়ার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলাদেশি কমিউনিটিভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানে শারমিনা সিরাজ সোনিয়া উপস্থাপনা করেন। সোনিয়া নামে সবাই চেনে তাকে। ফোবানা, এনএবিসি থেকে শুরু করে বৃহত্তর ইভেন্টে তিনি কাজ করেছেন। উপস্থাপনার জন্য প্রবাসে বহুবার সোনিয়া পুরস্কৃত হয়েছেন। নিউজার্সি স্টেট আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি পুরস্কৃত হয়েছেন। ২০০২ সালে তিনি যুক্তরাষ্ট্রে মিস বাংলাদেশ ফটোজেনিক হয়েছিলেন। সোনিয়ার জন্ম ১৫ ফেব্রুয়ারি ঢাকায়। তবে তাঁর শিকড় বরিশালের গৌরনদীতে। ছোটবেলায় কিছু সময় বাহরাইনের মানামায় কেটেছে। চার ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় সোনিয়া। খুব অল্প বয়সে নাচে হাতেখড়ি।
বুলবুল ললিতকলা একাডেমি ও সুরঙ্গমা থেকে নাচে প্রশিক্ষণ পান তিনি। দুই দুইবার উচ্চাঙ্গ নৃত্যে জাতীয় পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ সাংস্কৃতিক দলের সদস্য হয়ে পৃথিবীর বহু দেশ সফর করেছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুরে বাংলাদেশ সাংস্কৃতিক দলের হয়ে পারফরমেন্স করেন। তখন থেকে নাচের পাশাপাশি মডেলিং শুরু করেন। পরে উপস্থাপনাও শুরু করেন। বর্তমানে উপস্থাপনা নিয়েই তার সব ব্যস্ততা। ২০ বছর ধরে তিনি আমেরিকায় বসবাস করছেন। এক যুগ পেরিয়ে ১৩ বছরে পা ফেলেছে শোটাইম মিউজিক এর প্রতিভা বিকাশে সর্বাধিক জনপ্রিয় এনআরবি এ্যাওয়ার্ড অনুষ্ঠান। শো টাইম মিউজিকের উদ্যোগে আয়োজিত এবারের অনুষ্ঠানে শিল্প সাহিত্যে, ব্যবসা-বাণিজ্যে মানুষের কল্যানে যারা কাজ করেন তাদের সম্মান জানাতে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।