বিনোদন
বিস্ফোরক তথ্য
বিনোদন ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৩, বুধবার
২১ বছরের মার্কিনি গায়িকা বিলি আইলিশ এই মুহূর্তে বেশ জনপ্রিয়। টিনেজ শ্রোতাদের হৃদয়ে থাকেন তিনি বরাবরই। বিলি সমপ্রতি নিজের সম্পর্কে এক বিস্ফোরক তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, নারীদের প্রতিই তিনি আকৃষ্ট। সমপ্রতি ভ্যারাইটি ম্যাগাজিনের বার্ষিক অনুষ্ঠানে বিলি হাজির হয়ে বলেন, আমি এটা উপলব্ধিই করতে পারিনি যে, মানুষজন জানে না আমার মেয়েদের প্রতি আসক্তির কথা। সত্যিই আমার বিশ্বাস হয়নি। আমি ভাবি, কেন আমাদের অস্তিত্ব থাকবে না। আমরা মানে যারা শুধুই মেয়েদের ভালোবাসি। এটা নিয়ে কথা বলতে কিছুটা নার্ভাসও লাগে। তবে আমি মেয়েদের জন্যই। অতীতে বিলি ভ্যারাইটি ম্যাগাজিনের পাওয়ার অফ উইমেন ইস্যুতেও মহিলাদের ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি জানান, আগে আমি কখনই বুঝিনি যে, আমি মেয়েদের সঙ্গে এত ভালো নিজেকে মেলাতে পারবো। আমি মেয়েদের প্রচণ্ড ভালোবাসি। মানুষ হিসেবে তাদের ভালোবাসি। বাস্তবেই তাদের প্রতি আকৃষ্ট। মেয়েদের সঙ্গে আমার জীবনের গভীর যোগ রয়েছে। আমার বান্ধবী থেকে শুরু করে পরিবার। শারীরিক ভাবেও আমি নারীদের প্রতিই আকৃষ্ট। তবে তাদের সৌন্দর্য এবং উপস্থিতিতে আমি আবার ভীত! গত মাসেও এক অনুষ্ঠানে বিলি কথা বলেছিলেন তার নারীত্ব নিয়ে। তিনি বলেছিলেন, আমার জীবনের অনেকটা সময় আমি এটা ভেবে কাটিয়েছি যে, আমি একজন মহিলা হওয়ার যোগ্য নই।