বাংলারজমিন
কিশোরগঞ্জে অবরোধের সমর্থনে বিএনপি’র বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার
সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ৯ম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে দ্বিতীয় দিন কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল সকাল ৮টার দিকে জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলের নেতৃত্বে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের সদর উপজেলার খিলপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এতে অন্যদের মধ্যে জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব শ্যামল মিল্কী, জেলা কৃষক দলের সদস্য সচিব ওবায়েদুল্লাহ ওবায়েদ, মারিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কাশেম প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। অন্যদিকে রোববার সন্ধ্যার পর কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ এলাকায় অবরোধের সমর্থনে মশাল মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম শরীফ। মশাল মিছিলে অন্যদের মধ্যে জেলা শ্রমিক দলের সভাপতি সালাহ উদ্দিন বাচ্চু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সায়েদ সুমন এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।