বিশ্বজমিন
প্যারিসে আততায়ীর হামলায় নিহত জার্মান পর্যটক
মানবজমিন ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৩, সোমবারফ্রান্সের রাজধানী প্যারিসে পথচারীদের ওপর ছুরি ও হাতুড়ি দিয়ে হামলা চালিয়েছে এক আততায়ী। এতে এক জার্মান পর্যটক নিহত হয়েছেন। জার্মানি ও ফ্রান্স সরকার এই তথ্য নিশ্চিত করেছে। গত শনিবার রাতে প্যারিসের আইফেল টাওয়ারের কাছে হামলার ঘটনাটি ঘটে। হামলায় এক জার্মান তরুণ নিহত হওয়ার পাশাপাশি আরও দুইজন আহত হয়েছেন। এই ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে ফ্রান্স ও জার্মানির সরকার। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
খবরে জানানো হয়, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক নিহতের পরিবার ও বন্ধু-বান্ধবদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া পোস্টে তিনি এই ঘটনাকে ‘সন্দেহজনক ইসলামিস্ট হামলা’ হিসেবে অভিহিত করেন। বেয়ারবক লিখেছেন, ‘ইউরোপে ঘৃণা ও সন্ত্রাসের কোনো স্থান নেই।
গত শনিবার রাতে এক্স-এ দেয়া পোস্টে ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে নিহতের পরিবার ও নিকটজনদের প্রতি শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। দেশের জাতীয় সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর দপ্তর এই ঘটনার তদন্ত করছে বলে জানান তিনি।