ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

প্যারিসে আততায়ীর হামলায় নিহত জার্মান পর্যটক

মানবজমিন ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৩, সোমবার

ফ্রান্সের রাজধানী প্যারিসে পথচারীদের ওপর ছুরি ও হাতুড়ি দিয়ে হামলা চালিয়েছে এক আততায়ী। এতে এক জার্মান পর্যটক নিহত হয়েছেন। জার্মানি ও ফ্রান্স সরকার এই তথ্য নিশ্চিত করেছে। গত শনিবার রাতে প্যারিসের আইফেল টাওয়ারের কাছে হামলার ঘটনাটি ঘটে। হামলায় এক জার্মান তরুণ নিহত হওয়ার পাশাপাশি আরও দুইজন আহত হয়েছেন। এই ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে ফ্রান্স ও জার্মানির সরকার। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
খবরে জানানো হয়, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক নিহতের পরিবার ও বন্ধু-বান্ধবদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া পোস্টে তিনি এই ঘটনাকে ‘সন্দেহজনক ইসলামিস্ট হামলা’ হিসেবে অভিহিত করেন। বেয়ারবক লিখেছেন, ‘ইউরোপে ঘৃণা ও সন্ত্রাসের কোনো স্থান নেই।
গত শনিবার রাতে এক্স-এ দেয়া পোস্টে ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে নিহতের পরিবার ও নিকটজনদের প্রতি শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। দেশের জাতীয় সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর দপ্তর এই ঘটনার তদন্ত করছে বলে জানান তিনি।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status