বিনোদন
পর্দায় আজ ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’
স্টাফ রিপোর্টার
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার‘সানসিল্ক-চ্যানেল আই ১৮তম মিউজিক অ্যাওয়ার্ড‘ চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে আজ বিকাল ৪.০৫ মিনিটে। এবার আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীতজ্ঞ সুজেয় শ্যাম। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ১৮তম এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি হয় ১৮ই অক্টোবর ঢাকার বনানীর একটি হোটেলে। ‘আজীবন সম্মাননা’সহ মোট ২৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।