বিশ্বজমিন
অল্প সময়ের মধ্যে উদ্ধার করা হবে ভারতে টানেলে আটকে থাকা ৪১ শ্রমিককে
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৪ পূর্বাহ্ন

ভারতের উত্তরাখন্ডে মাটির অনেক গভীরে টানেলে আটকে পড়া ৪১ শ্রমিকের কাছে পৌঁছে গেছে ‘র্যাট-হোল মাইনার্স’ টিমের বিশেষজ্ঞরা। অল্প সময়ের মধ্যে পাইপের মাধ্যমে ওই শ্রমিকদের উদ্ধার শুরু হবে। এ জন্য টানেলের মুখেই অস্থায়ীভিত্তিতে জরুরি চিকিৎসা দেয়ার জন্য হাসপাতাল স্থাপন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৪১টি এম্বুলেন্স। টানেল থেকে স্ট্রেচারে করে শ্রমিকদের বের করে আনার সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নেয়া হবে। তাদের সঙ্গে পরিবারের একজন সদস্যকে দেখা করার অনুমতি দেবে কর্তৃপক্ষ। এ ঘটনা নিয়ে সরাসরি সম্প্রচার করছে এনডিটিভি। এখন টানেলের বাইরে অপেক্ষার পালা, কখন শ্রমিকদেরকে বের করে আনা হয়।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
২
রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত
১০