ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

ইসরায়েলি আইনপ্রণেতারা সংসদ ভেঙে দেওয়ার জন্য বিল আনছে

মানবজমিন ডেস্ক

(৩ বছর আগে) ২১ জুন ২০২২, মঙ্গলবার, ১০:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২২ অপরাহ্ন

mzamin

প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ভঙ্গুর জোট সরকারের ওপর ক্রমশ চাপ বাড়ছে। পরিস্থিতির চাপে পড়ে ইসরায়েলি আইনপ্রণেতারা সংসদ ভেঙে দেওয়ার জন্য বিল আনছে। আগামী সপ্তাহেই বিলটি আনা হবে বলে জানা গেছে। যদি বিলটি পাশ হয়, তবে ফের ভোট হবে ইজরায়েলে। যা তিন বছরের মধ্যে দেশের পঞ্চম নির্বাচনের পথ খুলে দেবে। আগামী অক্টোবরে এই নির্বাচন হওয়ার সম্ভাবনা। বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছর শাসনের অবসানের পর গত বছর ইজরায়েলে আটটি ভিন্ন মতাদর্শগত দল সরকার গড়ে। এই জোটে ছিল বামপন্থীরা, ছিল ধর্মীয় জাতীয়তাবাদী দলও। ছিল বেনেট এবং ল্যাপিডের মতো মধ্যপন্থীদের দলও। যত দিন যাচ্ছিল বেশ কয়েকটি বিষয়ে জোটের মধ্যে মতপ্রার্থক্য তীব্র হচ্ছিল। এরই মধ্যে এপ্রিল মাসে বেনেটের দল ইয়ামিনা পার্টির একজন সদস্য বেরিয়ে আসার পরই ১২০ আসনের সংসদে সংখ্যা গরিষ্ঠতা হারায় জোট। তার পর আরও কয়েকটি দল জোট ছেড়ে বেরিয়ে আসে। এরপরই বেনেট এবং ল্যাপিড সংসদ ভেঙে দেওয়ার জন্য ভোট উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে, বেনেটের অফিস সোমবার একথা জানিয়েছে। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ল্যাপিড। একটি জাতীয় টেলিভিশন সংবাদ সম্মেলনে সরকার ভেঙে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করে বেনেট বলেছিলেন যে তিনি কঠিন পরিস্থিতিতে "সঠিক সিদ্ধান্ত" নিয়েছেন। বেনেট তার প্রধান অংশীদার ল্যাপিডের পাশে দাঁড়িয়ে বলেন, ' আমরা একসাথে ইসরায়েলকে গর্ত থেকে বের করে এনেছি। এই বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি। প্রথম এবং সর্বাগ্রে আমরা ন্যায্যতা এবং বিশ্বাসের মূল্যবোধকে ফিরিয়ে নিয়ে এসেছি, একটি সুস্থ সংস্কৃতি গড়ে তুলেছি। ”জোট ভেঙে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী নির্বাচনে তিনি ফের ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিয়েছেন। জনমত জরিপ পূর্বাভাস দিয়েছে যে নেতানিয়াহুর কট্টরপন্থী 'লিকুদ' দল আবারও বৃহত্তম একক দল হিসেবে আবির্ভূত হবে। তবে নতুন সরকার গঠনের জন্য তিনি সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতাদের প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে আত্মবিশ্বাসী নেতানিয়াহু ঘোষণা করেন “আমার মনে হয় হাওয়া এখন উল্টোদিকে বইছে "। এদিকে সামনের জুলাই মাসে ইজরায়েল সফরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। প্রধানমন্ত্রী হিসাবে ল্যাপিড-ই তাঁকে স্বাগত জানাবেন বলে জানিয়েছে প্রশাসন।

সূত্র : আলজাজিরা

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

১০

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status