বিনোদন
এবার সম্পত্তির ভাগ-বাটোয়ারা
বিনোদন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩, সোমবার
অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চন তাকে একটি বাংলো উপহার দিয়েছিলেন। বলা যেতে পারে অভিনেতার প্রথম সম্পত্তি এটি। এই বাড়িতেই অমিতাভ থাকতেন তার বাবা-মায়ের সঙ্গে। এবার অমিতাভ এবং জয়া যৌথ ভাবে তাদের মেয়ে শ্বেতাকে এই বাংলো লিখে দিয়েছেন। বাংলোর দাম আনুমানিক ৫০ কোটি। অনেকেই মনে করছেন, বচ্চন পরিবারে মনোমালিন্যের জেরেই শুরু হয়েছে সম্পত্তির ভাগ-বাটোয়ারা। ঐশ্বরিয়া রাই দীপাবলিতে শ্বশুরবাড়ি না আসার এটিই কারণ বলে ধারণা করা হচ্ছে।