বাংলারজমিন
চৌদ্দগ্রামে কালভার্ট বন্ধ করে পানি প্রবাহে বাধা ফসলের ব্যাপক ক্ষতি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৩, সোমবার
কুমিল্লার চৌদ্দগ্রামে কালভার্ট বন্ধ করে পানি প্রবাহে বাধা দেয়ায় বিপুল পরিমাণ ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। আমন ধানসহ শাকসবজি পানিতে ডুবে যাওয়ায় কৃষকরা দিশাহারা হয়ে পড়েছেন। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী এলাকায় মজুমদার ব্রিক্স নিজেদের সুবিধার জন্য কালভার্ট বন্ধ করায় কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, প্রতি বছর বৃষ্টির সময় দেড়কোটা ও ছাতিয়ানী এলাকার ফসলি জমির পানি চৌদ্দগ্রাম-বাঙ্গড্ডা সড়কের কালভার্ট দিয়ে উত্তর পাশের খালে পড়ে। কিন্তু কয়েক বছর ধরে দেড়কোটা এলাকায় মজুমদার ব্রিক্স কর্তৃপক্ষ নিজেদের সুবিধার্থে কালভার্ট বন্ধ করে সরু পাইপ বসিয়ে পানি প্রবাহে বাধা দেয়ায় ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। গত শুক্রবার সারাদিন ঘুর্ণিঝড় মিধিলি’র কারণে বৃষ্টিপাত হয়। এতে দেড়কোটা ও ছাতিয়ানী এলাকার ফসলি জমিতে প্রচুর পানি জমে। স্বাভাবিক পানি প্রবাহিত হতে না পারায় বিপুল পরিমাণ জমির ফসল পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, মজুমদার ব্রিক্সের মালিক আহসান মজুমদার নিজের স্বার্থে কালভার্ট বন্ধ করে পানি প্রবাহে বাধা দেয়ায় ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ফসলি জমির ক্ষতি থেকে বাঁচতে কালভার্টটি পুনরায় চালুর দাবি জানাচ্ছি।
ইউপি সদস্য মাহফুজ মজুমদার বলেন, পানি নিষ্কাশনে বাধা প্রদান করায় অন্তত কয়েকশ’ একর ফসল পানিতে ভাসছে। কালভার্ট বন্ধ করা মজুমদার ব্রিক্স এর মালিক আহসান মজুমদারকে মুঠোফোনে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।