বিনোদন
নাট্যকারদের সঙ্গে মতবিনিময়
স্টাফ রিপোর্টার
২০ জুন ২০২২, সোমবারজনপ্রিয় নাট্যকারদের নিয়ে বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রের সভাকক্ষে এক মতবিনিমিয় কর্মশালার আয়োজন করা হয়। গত ১৮ই জুন এটি অনুষ্ঠিত হয়। সেখানে নাট্যকারদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান, হারুন রশীদ, মাসুম আজিজ, মামুনুর রশীদ, মাসুম রেজা, এজাজুর রহমান এজাজ, এজাজ মুন্না, অনিমেষ আইচ, নিমা রহমান, মাতিয়া বানু শকু, আনজীর লিটন, লিটু সাখাওয়াত, খাইরুল আলম সবুজ প্রমুখ।