কলকাতা কথকতা
আজ মুখোমুখি ভারত-নেদারল্যান্ডস
যে কারণে এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১২ নভেম্বর ২০২৩, রবিবার, ১১:১৫ পূর্বাহ্ন
বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট পায়নি বাংলাদেশ। ইতিমধ্যে দেশেও ফিরে এসেছে টাইগাররা। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ হলেও আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার হাতছানি রয়েছে বাংলাদেশের। আইসিসি’র আইন অনুযায়ী বিশ্বকাপের প্রথম আটটি দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। পাকিস্তান সংগঠক দেশ হিসেবে অটোমেটিক চয়েস। তাহলে কোন দেশগুলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করল? ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা নাম লিখিয়েছে সেমি ফাইনালে। এই চার দল থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আফগানিস্তান এবং ইংল্যান্ডও কোয়ালিফাই করেছে। বাকী রইল অষ্টম স্থানটি। নেদারল্যান্ডস যদি ভারতকে হারিয়ে দেয় তাহলে তারা অষ্টম দল হিসেবে ছয় পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে। আর যদি ভারত হারায় নেদারল্যান্ডসকে তাহলে রানরেটের ভিত্তিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চলে যাবে। তাই আজ বেঙ্গালুরুর চিনাস্বামী স্টেডিয়ামের দিকে নজর থাকবে বাংলাদেশি ক্রিকেট অনুরাগীদের। ফর্মের বিচারে ভারত এগিয়ে। তারা নিশ্চিতভাবে চাইবে অপরাজিত থেকে সেমিফাইনালে খেলতে। দুর্দান্ত ফর্মে বিরাট কোহলি। আগুনে বোলিং করছেন তিন পেসার- বুমরা, সিরাজ ও শামি। সঙ্গে ঘুর্ণি জাদুতে মধু ছড়াচ্ছেন জাদেজা, কুলদীপ। কিন্তু ভালোরওতো কখনও কখনও পা হড়কায়। তাই আজকের ম্যাচে স্বভাবতই কোটি বাংলাদেশি সমর্থকরা দোয়া মাঙবে ভারতের জন্য।