কলকাতা কথকতা
লস্কর ই তৈয়বার প্রথম সারির কমান্ডার গুলিতে ঝাঁজরা খাইবার পাখতুনখাওয়ায়
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১০ নভেম্বর ২০২৩, শুক্রবার, ১:১৭ অপরাহ্ন
লস্কর ই তৈয়বার অন্যতম প্রধান কমান্ডার আক্রাম গাজী নিহত হয়েছে অজ্ঞাত পরিচয়ের বাইক আরোহীদের গুলিতে ঝাঁজরা হয়ে। পাখতুনখাওয়ার বাজর জেলার এই ঘটনাকে পাক গুপ্তচর সংস্থা আই এস আই প্রথমে অস্বীকার করলেও পরে তা স্বীকার করেছে। যদিও পাকিস্তান পুলিশ তদন্ত শুরু করেছে সংগঠনগুলো সম্পর্কে। বলা হচ্ছে যে নিজেদের মধ্যে সংঘাতের ফলেও টার্গেট করা হতে পারে আক্রাম গাজীকে। উল্লেখযোগ্য আক্রাম কট্টর ভারত বিরোধী ছিল এবং জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকটি আক্রমণের মাস্টারমাইন্ড ছিল। মাত্র গত রবিবার অপহৃত হয় আরেক লস্কর নেতা খাজা সৈদ। পরে তার মস্তকহীন দেহ পাওয়া যায়। কাশ্মীরে ২০১৮ সালে সানজোয়া আক্রমণের নায়ক ছিল এই খাজা। আক্রাম গাজী হত্যাকাণ্ডটি সংগঠিত হয় পাখতুনখাওয়ার একটি মার্কেট প্লেসে। ঘাতকরা বাইক করে এসে আক্রামের ওপর গুলি চালায়। তারপর বাইক করেই ভিড়ের মধ্যে মিশে যায় তারা।