বিনোদন
বাবা দিবস স্পেশাল
বাবা হচ্ছেন পৃথিবী
স্টাফ রিপোর্টার
১৯ জুন ২০২২, রবিবার
বাবা হচ্ছেন পরিবারের বটবৃক্ষ। যিনি ছায়া দেন তার পুরো পরিবার ও সন্তানদের। এই পৃথিবীতে বাবা-মা ছাড়া কেউ আপন না। একমাত্র বাবা-মা-ই কেবল তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। সত্যি বলতে বাবা যতদিন বেঁচে থাকেন সংসারের খুঁটি হয়ে থাকেন। বাবা বেঁচে থাকলে সন্তানরা সবাই একসঙ্গে থাকে। বাবা না থাকলেই আলাদা হয়ে যায়। একজন বাবা চান তার সন্তানের যেন কষ্ট না হয়, সে যেন সারা জীবন স্বাচ্ছন্দ্যে চলতে পারেন তার ব্যবস্থা করে যেতে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি সন্তানকে নিয়েই ভাবেন- কথাগুলো দেশের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর। আজ বাবা দিবসের দিনে বাবাকে নিয়ে এমন আবেগপূর্ণ কথা তিনি বলছিলেন মানবজমিন-এর সঙ্গে।
বিজ্ঞাপন