বিনোদন
ডাকাত দলের খপ্পরে
বিনোদন ডেস্ক
২৮ অক্টোবর ২০২৩, শনিবার
হঠাৎ করেই বাসের মধ্যে ডাকাত দলের আক্রমণ। কিন্তু একি! টাকা, পয়সা নয়, বরং সুতারিয়াকে নিয়ে চম্পট দিলো ডাকাতের দল। তারপর? যা ঘটে তা চমকে দেয়ার মতো। প্রকাশ্যে এসেছে তারা সুতারিয়ার নতুন ছবি অপূর্ব’র ট্রেলার। যেখানে একেবারে অন্যরকম অবতারে নজর কাড়লেন অভিনেত্রী। ছবিটি পরিচালনা করেছেন নিখিল নাগেশ ভাট। ছবিটি ডিজনি হটস্টারে মুক্তি পাবে ১৫ই নভেম্বর।