খেলা
হেরেছি বলেই বিশ্বকাপ শেষ হয়ে যায়নি: বাভুমা
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১৮ অক্টোবর ২০২৩, বুধবার, ১:২২ অপরাহ্ন

বিশ্বকাপের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা। অভাবনীয় এই হারে মানসিক যন্ত্রণায় ভুগছেন টেম্বা বাভুমা। একইসঙ্গে প্রত্যয়ী প্রোটিয়া অধিনায়ক বলে রাখলেন, ডাচদের কাছে হেরেছে বলেই তার দলের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায়নি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৪২৯ রানের টার্গেট দিয়ে ১০২ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে ৩১২ রানের টার্গেট দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পায় ১৩৪ রানের জয়। প্রথম দুই ম্যাচে ন্যূনতম ৩০০ রান করা প্রোটিয়ারা নেদারল্যান্ডসের দেয়া ২৪৬ রানের টার্গেট তাড়া করতে পারেনি। হেরে যায় ৩৮ রানে। ম্যাচ শেষে টেম্বা বাভুমা বলেন, ‘সতীর্থদের সঙ্গে কথা বলতে হবে। আবেগকে নিজেদের মধ্যে রাখতে হবে। যা ঘটে গেছে, তা ভুলে যাওয়ার চেষ্টা করার কোনো মানে হয় না।’
বাভুমা বলেন, ‘এটা (এই হার) আমাদের যন্ত্রণা দেবে এবং সেটাই হওয়া উচিত। তবে আমাদের অভিযান শেষ হয়ে যায়নি। ওরা (নেদারল্যান্ডস) অসাধারণ খেলেছে। সবদিক দিয়েই আমাদের চাপে ফেলেছে। ওদের জন্য শুভ কামনা।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩২ রান ‘এক্সট্রা’ পায় নেদারল্যান্ডস। এর মধ্যে ১৭টি ওয়াইড থেকে নিয়েছে ২১ রান, এনগিডির করা একমাত্র নো বলেও চার মেরেছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ইনিংসে ১৮টি বল বা ৩ ওভার বেশি করতে হয়েছে প্রোটিয়াদের। বাভুমা বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা দুর্দান্ত ছিলাম। কিন্তু এ ম্যাচে সেই মান ধরে রাখতে পারিনি। আমাদের অতিরিক্ত রান দেয়া নিয়ন্ত্রণ করা উচিত ছিল। ফিল্ডিংও খুব একটা ভালো হয়নি।’