খেলা
ভুটান থেকে ফিরে জাতীয় দলের ক্যাম্পে পাঁচ ফুটবলার
স্পোর্টস রিপোর্টার
১৮ মে ২০২৫, রবিবারভুটান লীগ থেকে ঢাকায় ফিরে এসেছেন পাঁচ নারী ফুটবলার। গতকাল সকালে ঢাকায় পৌঁছে তারা জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। তারা হলেন- ঋতুপর্ণা চাকমা, রুপণা চাকমা, শামসুন্নাহার (সিনিয়র), মনিকা চাকমা ও মারিয়া মান্দা। ক’দিন আগেই শুরু হয়েছে ভুটানের লীগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আমন্ত্রণে তারা ভুটানের ক্লাবগুলোর সঙ্গে সমন্বয় করে ক্যাম্পে যোগ দিয়েছেন। আগামীকাল থেকে পিটার বাটলারের অধীনে অনুশীলন শুরু করবেন তাঁরা। ঋতুপর্ণা চাকমা বলেছেন, ‘ঢাকায় ফিরে ভালো লাগছে। দেশের হয়ে অনেক দিন খেলিনি। জাতীয় দলে আবার সুযোগ পেলে খেলব। মনের ভেতর একটা ভালোলাগা কাজ করছে, উৎফুল্ল লাগছে। যদি মূল স্কোয়াডে রাখা হয়, তাহলে ম্যাচ খেলে আমি আর মনিকা ৭ তারিখে আবার ভুটানে ফিরে যাব।’ ভুটানে এবারের নারী লীগে খেলছেন বাংলাদেশের ১০ ফুটবলার। তাদের মধ্যে ক্যাম্পে ডাক পেয়েছেন এই পাঁচজন। বাকি পাঁচজন- সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আক্তার, মাতসুশিমা সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকারকে ডাকা হয়নি। আগামী জুনে মিয়ানমারে অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী দল ২৭শে মে জর্ডানে যাবে একটি ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে। জর্ডান সফরের জন্য দল গঠনের প্রক্রিয়া চলছে। বাফুফের চিঠি পাওয়ার পর ভুটানের তিনটি ক্লাব- ট্রান্সপোর্ট ইউনাইটেড, পারো এফসি ও থিম্পু এফসি তাদের সঙ্গে চুক্তিতে থাকা পাঁচ ফুটবলারকে ছাড়পত্র দিয়েছে। রুপণা খেলেছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডে, ঋতুপর্ণা ও মনিকা পারোতে, মারিয়া ও শামসুন্নাহার থিম্পু ক্লাবের হয়ে। গত ৩০ জানুয়ারি নারী দলের ১৮ ফুটবলার সংবাদ সম্মেলন করে জাতীয় দলের ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অবস্থান নেন এবং অনুশীলন বর্জন করেন। কোচের বিরুদ্ধে হয়রানিসহ বিভিন্ন অভিযোগ তুলে বাফুফে সভাপতির কাছে লিখিত অভিযোগও জমা দেন। ওই ঘটনায় সামনের সারিতে ছিলেন দুইবারের সাফ চ্যাম্পিয়ন অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার ও সুমাইয়া। বিদ্রোহের কারণে তারা গত মার্চে সংযুক্ত আরব আমিরাত সফরের দলেও ছিলেন না। সেই সফরে বাংলাদেশ দল দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছিল। পরবর্তী সময়ে বাফুফে কর্মকর্তাদের মধ্যস্থতায় খেলোয়াড় ও কোচের মধ্যে একাধিক দফা বৈঠকের মাধ্যমে সমঝোতা হয়।