বিনোদন
‘শিল্পীদের কাজ রাজনীতি করা নয়’
মুজাহিদ সামিউল্লাহ
৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার
পেশায় ছিলেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের প্রথম বিভাগের ফুটবল খেলোয়াড়। স্বপ্ন দেখতেন ফুটবলে জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতাবেন। কিন্তু দুর্ঘটনাক্রমে পায়ে আঘাত পেয়ে সে স্বপ্ন ভেঙে যায়। ঘটনাচক্রে হয়ে গেলেন বাংলা সিনেমার কৌতুক ও খল অভিনেতা। তিনি কাবিলা। ‘অন্ধকার’ ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। বর্তমান সময়টা কেমন কাটছে কাবিলার? উচ্ছ্বাসের সঙ্গে এ অভিনেতা বলেন, আলহামদুলিল্লাহ। ভালো আছি। যদিও সিনেমায় ব্যস্ততা কম। তবে আমার পুরনো জায়গা খেলার মাঠে প্রতিদিনই আমি প্র্যাকটিস করি। দীর্ঘদিন আপনি কণ্ঠনালীর ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেছেন। এখন কি অবস্থা? এ অভিনেতা বলেন, আমার এই অসুস্থতার পেছনে একটি দুর্ঘটনা রয়েছে। যে বছর হেফাজতে ইসলামের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় ওই সময় আমি আমার গাড়িতে তেল নেয়ার জন্য মতিঝিল পেট্রোল পাম্পে যাই। ওই সংঘর্ষে হঠাৎ একটি রাবার বুলেট এসে আমার কণ্ঠনালীতে আঘাত করে। প্রচুর রক্তক্ষরণ হয়। পরবর্তীতে ব্যাংককে যাই।
ডাক্তার পরীক্ষার পর জানান, আমার কণ্ঠনালীতে ক্যান্সার হয়েছে। সেই থেকে দীর্ঘদিন ব্যাংককে চিকিৎসার ভেতরেই ছিলাম। বর্তমানে আমি ক্যান্সারমুক্ত। এদেশের সিনেমায় কমেডিকে অশ্লীল পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল মাঝে। এ বিষয়ে আপনার মতামত কি? কাবিলা বলেন, এর জন্য যত না দায়ী আমরা তার চেয়ে বেশি দায়ী প্রযোজক এবং পরিচালকরা। তারাই কিছু নামধারী কমেডিয়ানকে দিয়ে এই ধরনের অভিনয় করাতেন। এটা আমি কোনো দিনই পছন্দ করি না। কাবিলা আরও বলেন, যখনই দেশের চলচ্চিত্রে রাজনীতি ঢুকিয়ে দেয়া হয়েছে শিল্পীদের মাঝে বিভাজন তৈরি হয়েছে তখন থেকেই। শিল্পীদের কাজ অভিনয় করা, রাজনীতি করা নয়। অতীতে কিছু ব্যক্তি তাদের কালো টাকাকে সাদা করার জন্য এবং রাজনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে এই ইন্ডাস্ট্রির বারোটা বাজিয়ে দিয়েছে। এদিকে কাবিলা জানান, প্রায় চার বছর পর দেবাশীষ বিশ্বাসের ‘যেখানে আমি সেখানে তুমি’ সিনেমায় অভিনয় করছেন তিনি।