বিনোদন
টাঙ্গাইলে ‘জয় জয়ন্তী’
স্টাফ রিপোর্টার
৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার
নাট্যকার মামুনুর রশীদের কালজয়ী নাটক ‘জয় জয়ন্তী’র প্রথম প্রদর্শনী হয়ে গেল গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। নাটকটি নির্দেশনা দিয়েছেন মো. সাইফুল ইসলাম মণ্ডল। জেলা শিল্পকলার রেপার্টরি নাট্যদল টাঙ্গাইলের প্রযোজনা এটি। এতে অভিনয় করেন জেলা পর্যায়ের অভিনেতা-অভিনেত্রীরা। দর্শক কাতারে থেকে নাট্যকার মামুনুর রশীদ প্রযোজনাটি উপভোগ করেন।