বাংলারজমিন
ভাঙ্গায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৩, বুধবারফরিদপুরের ভাঙ্গায় চিকিৎসকের অবহেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত সোহেল শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের আলীপুর গ্রামের হাবিব শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোহেল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে গত সোমবার সকাল সাড়ে ১০টায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ নিয়ে আসে। ভর্তির পর থেকে ক্রমশই রোগীর অবস্থা অবনতি হতে থাকে। রাতে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত ডাক্তার শাদনান সাকিবকে বারবার বিষয়টি অবগত করেন। এতে তিনি কোনো গুরুত্ব দেননি। এমনকি পাশের কক্ষে থাকলে রোগীকে দেখতে আসেননি। এতে গতকাল সকালে সোহেলের মৃত্যু হয়। এমন মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনরা ডাক্তারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছেন। রোগীর স্বজনরা বলেন, তার অবস্থার অবনতি হলেও কোথাও বদলির কোনো ব্যবস্থা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]