বাংলারজমিন
নাটোরে নারী নির্যাতনের মামলা করায় হুমকি
নাটোর প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৩, বুধবারস্বামী-শ্বশুরের বিরুদ্ধে নির্যাতনের মামলা করায় হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন নাটোরের বাগাতিপাড়ার গৃহবধূ সম্পা খাতুন ও তার পরিবার। এ ছাড়াও মামলা করে প্রতিকার না পাওয়ারও অভিযোগ উঠেছে। গতকাল বাগাতিপাড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এই অভিযোগ করেন। এদিকে পুলিশ নিরবচ্ছিন্নভাবে তদন্ত কাজ চালিয়ে নেয়ার দাবি করেছেন। অন্যদিকে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন।
সম্পা খাতুন বাগাতিপাড়া উপজেলার হিজলী দিঘাপাড়ার নুরজ্জামান শেখের মেয়ে। সংবাদ সম্মেলনে সম্পা খাতুন লিখিত বক্তব্যে বলেন, চার বছর পূর্বে একই জেলার গুরুদাসপুর উপজেলার বৃ-কাশো গ্রামের মোজাহার মোল্লার ছেলে সজল মোল্লার সঙ্গে বিয়ের কিছুদিন পর থেকে দুই লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা দিতে না পারলে গৃহবধূকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। নির্যাতনের মাত্রা বেড়ে গেলে সম্পার মা-ভাই শ্বশুরবাড়িতে যান। সেখানে যৌতুকের টাকা নিয়ে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন লাঠি দিয়ে পিটিয়ে মা-মামীসহ সবাইকে আহত করে।
গৃহবধূর মামা নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, মামলা করার পর থেকে তা তুলে নেয়ার জন্য হুমকি প্রদান করছে সম্পার শ্বশুরবাড়ির লোকজন। এ ছাড়াও তারা পাল্টা অপর একটি মিথ্যা মামলা করে হয়রানি করছে। এ ব্যাপারে সম্পার শ্বশুর মোজাহার মোল্লা বলেন, মামলা তুলে নিতে হুমকি দেয়ার বিষয়টি মিথ্যা ও বানোয়াট। তবে তারা একটি মামলা করায় আমরাও একটি মামলা করেছি। এ বিষয়ে পুলিশের পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, মামলাটি তদন্ত কাজ চলছে। তদন্ত শেষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]