বিশ্বজমিন
থাইল্যান্ডে শপিংমলে গুলিতে নিহত ৩
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩০ অপরাহ্ন
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে একটি বিলাসবহুল শপিংমলে গুলিতে নিহত হয়েছেন তিনজন। একজন বিদেশি সহ চারজন আহত হয়েছেন। থাই পুলিশ বলেছে, সিয়াম প্যারাগন শপিংমলে অস্ত্রধারী দুর্বৃত্ত গুলি করে। আত্মসমর্পণ করার পর ১৪ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে থাই পুলিশ। হামলা চালাতে সে ব্যবহার করে একটি হ্যান্ডগান।
দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করছে। এর আগের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ওই শপিং মল থেকে দৌড়ে পালাচ্ছেন ক্রেতারা। দ্রুত শপিংমল খালি করে ফেলা হয় এবং এর প্রবেশপথগুলো বন্ধ করে দেয়া হয়। এ সময় পার্শ্ববর্তী সিয়াম মেট্রো স্টেশনও বন্ধ ছিল। ঘটনার সময়ে পোস্ট করা কিছু ভিডিওর একটিতে চারটি শব্দ শোনা যায়। এগুলো শুনতে বন্দুকের গুলির মতো। বিভিন্ন দোকান ও বাথরুমের ভিতর থেকে লুকিয়ে ধারণ করা হয়েছে এসব ভিডিও। মলটির দ্বিতীয় তলায় একটি দোকানের মালিক বলেছেন, তিনিও বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছেন। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন।