ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

থাইল্যান্ডে শপিংমলে গুলিতে নিহত ৩

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৬:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩০ অপরাহ্ন

mzamin

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে একটি বিলাসবহুল শপিংমলে গুলিতে নিহত হয়েছেন তিনজন। একজন বিদেশি সহ চারজন আহত হয়েছেন। থাই পুলিশ বলেছে, সিয়াম প্যারাগন শপিংমলে অস্ত্রধারী দুর্বৃত্ত গুলি করে। আত্মসমর্পণ করার পর ১৪ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে থাই পুলিশ। হামলা চালাতে সে ব্যবহার করে একটি হ্যান্ডগান। 

দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করছে। এর আগের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ওই শপিং মল থেকে দৌড়ে পালাচ্ছেন ক্রেতারা। দ্রুত শপিংমল খালি করে ফেলা হয় এবং এর প্রবেশপথগুলো বন্ধ করে দেয়া হয়। এ সময় পার্শ্ববর্তী সিয়াম মেট্রো স্টেশনও বন্ধ ছিল। ঘটনার সময়ে পোস্ট করা কিছু ভিডিওর একটিতে চারটি শব্দ শোনা যায়। এগুলো শুনতে বন্দুকের গুলির মতো। বিভিন্ন দোকান ও বাথরুমের ভিতর থেকে লুকিয়ে ধারণ করা হয়েছে এসব ভিডিও। মলটির দ্বিতীয় তলায় একটি দোকানের মালিক বলেছেন, তিনিও বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছেন। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

বিবিসির প্রতিবেদন/ হাসিনাকে নিয়ে দ্বিধায় দিল্লি!

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status