বিশ্বজমিন
নেপালে ৪ দফা ভূমিকম্প, দিল্লিসহ ভারতে অনুভূত
মানবজমিন ডেস্ক
(১১ মাস আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৯ অপরাহ্ন
নেপালে মঙ্গলবার চার দফা ভূমিকম্প হয়েছে। এর সর্বোচ্চ মাত্রা ছিল ৬.২। এতে পুরো নেপাল কেঁপে ওঠে। কম্পন অনুভূত হয় ভারতের রাজধানী নয়া দিল্লিতেও। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নেপালে আঘাত হানে স্থানীয় সময় দুপুর প্রায় ২টা ৫১ মিনিটে। এর গভীরতা ছিল ৫ কিলোমিটার। প্রথম কম্পন অনুভূত হয় স্থানীয় সময় বিকেল ২টা ২৫ মিনিটে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এরপরই শক্তিশালী ৬.২ মাত্রার কম্পন অনুভূত হয় ২টা ৫১ মিনিটে। এই কম্পন এতটাই শক্তিশালী ছিল যে তা উত্তরাখণ্ড, দিল্লি-এনসিআর সহ ভারতের উত্তরাঞ্চলেও অনুভূত হয়। এরপর স্থানীয় সময় বিকেল ৩টা ৬ মিনিটে এবং ৩টা ১৯ মিনিটে দুটি কম্পন অনুভূত হয়। ভারতের ভিতরে হরিয়ানার গুরগাঁও এবং উত্তর প্রদেশের লক্ষ্ণৌ, চণ্ডিগড় এবং রাজস্থানের জয়পুরেও অনুভূত হয়েছে কম্পন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ছবি দেখা যাচ্ছে তাতে ভূমিকম্পের পর দিল্লি, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশের লোকজনকে ঘরের বাইরে চলে আসতে দেখা গেছে। কারণ, তাদের বাসাবাড়ি প্রচণ্ড শক্তিতে দুলছিল। দিল্লিতে যে কম্পন অনুভূত হয়েছে তা ভারতে সবচেয়ে শক্তিশালী। ভূবিজ্ঞানীরা বলেন, একটি ফল্টলাইনের খুব কাছে দিল্লির অবস্থান। এ জন্যই সেখানে কম্পন বেশি অনুভূত হয়েছে। দিল্লি অবস্থান করছে সিসমিক জোন-৪ এর ওপর। এটি অতি উচ্চ ঝুঁকির জোন। ভারত চারটি সিসমিক জোনে বিভক্ত। তা হলো ২, ৩, ৪ এবং ৫।