বিনোদন
নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে যা বললেন ন্যান্সি
মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক থেকে
(২ মাস আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বললেন, আমি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছি না। আর দল সমর্থনের ব্যাপারে বলতে চাই, আমি বিএনপিকে সমর্থন করি। আপনারাও কোনো না কোনো দলকে সমর্থন করেন। আপনারা প্রকাশ্যে বলছেন না। আর আমি বলছি, এটুকুই। আর রাজনীতি নিয়ে আপনাদের যত উৎসাহমূলক প্রশ্ন। চ্যানেল আই তো আমাকে রাজনীতি নিয়েই ঢাকায় প্রশ্ন করলো। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তার কাছে প্রশ্ন ছিল আপনি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারেন কিনা? কোনো দলকে সমর্থন করেন কি? এ দুটি প্রশ্নের জবাবে ন্যান্সি উল্লেখিত মন্তব্য করেন। তিনি আরও বলেন, আমি কোনো পদপদবীর জন্য বিএনপিকে সমর্থন করি না। কোনোদিন তা চাইনি।
বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন ও শো টাইম মিউজিক সোমবার ২ অক্টোবর ন্যান্সির যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আগামী ৮ অক্টোবর নিউইয়র্কের কুইন্সস্থ ম্যারি লুইস একাডেমি হলে তার একক সংগীতানুষ্ঠান রয়েছে। এর মূল আয়োজক শো টাইম মিউজিকের আলমগীর খান আলম। উপস্থাপনায় থাকবেন নিম্মি।
সাংবাদিক সম্মেলনে ন্যান্সি আরও বলেন, ১৮ বছর ধরে সংগীত জগতে বিচরণ করছি। কখনো আমেরিকায় আসা হয়নি। এবারই প্রথম এলাম। একজন শিল্পী হিসেবেই এখানে আমাকে তুলে ধরতে চাই। আমি যখন গান করি তখন শিল্পী সত্ত্বাই আমার মধ্যে কাজ করে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জীবনে উত্থান-পতন ও চড়াই-উৎরাই থাকবে। এসব জীবনেরই অংশ। এসব না থাকলে আমার কাছে জীবনটা মৃত বলে মনে হয়।
পাঠকের মতামত
শিল্পী হবেন দল ও মতের ঊর্ধ্বে । কোন বিশেষ দলের লেজুড়বৃত্তি অনেক সুন্দর শিল্পীর কেরিয়ার ধ্বংসের কারণ হয় । রাজনীতি এখন পেশা, তাই প্রাইয়োরিটি আগে ঠিক করুন কোন পেশা আপনার প্রথম পছন্দ । আর দুটি এক সাথে করতে গেলে যখন যে ক্ষমতায় সে প্রাইয়োরিটি পাবে এটা মানতেই হবে । তবে আমার মতো যারা রাজনীতি থেকে সঙ্গীত বেশী পছন্দ করি তারা আপনাকে মিস করছে, করবে ।
বাহ্। ..যথেষ্ট সৎ সাহস আছে। ধন্যবাদ।
ন্যান্সি আমার খুব পছন্দের একজন শিল্পী। তাঁর গান এবং কণ্ঠ একেবারেই স্বতন্ত্র মনে হয়। বিশেষ করে হাবিব এর সাথে গাওয়া গানগুলো খুবই অসাধারণ লাগে। তাঁর উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী “নাজমুন মুনিরা ন্যান্সি”র প্রতি।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]