বিশ্বজমিন
কানাডাকে শাস্তি দিতে দিল্লির বড় পদক্ষেপ, ৪১ কূটনীতিককে ভারত ছাড়ার নির্দেশ
মানবজমিন ডেস্ক
(২ মাস আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

শিখ নেতা হরদীপ সিং হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার মধ্যে তিক্ততা বেড়েই চলেছে। সেই ধারায় এবার কানাডার অন্তত ৪১ কূটনীতিককে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। নয়া দিল্লির তরফে অটোয়াকে জানানো হয়েছে এ সিদ্ধান্তের কথা। আগামী ১০ই অক্টোবরের আগেই তাদেরকে ভারত ছাড়তে হবে। এ খবর দিয়েছে ফাইনান্সিয়াল টাইমস।
খবরে জানানো হয়, কানাডায় গত ১৮ই জুন খুন করা হয় খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিংকে। ওই ঘটনার জন্য ভারত সরকারকে সরাসরি দায়ী করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সে সময় পাল্টাপাল্টি ব্যবস্থা নেয়া হয়েছিল দুই দেশের তরফ থেকেই। ভারতে বসবাসকারী বা ঘুরতে যাওয়া কানাডীয়দের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করে কানাডা। এর জবাবে কানাডায় বসবাসকারী ভারতীয় শিক্ষার্থী এবং নাগরিকদের চূড়ান্ত সতর্ক থাকতে নির্দেশিকা জারি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তবে এবার কানাডাকে শাস্তি দিতে ভারত বেশ বড়সড় পদক্ষেপই নিতে যাচ্ছে। বর্তমানে কানাডার ৬২ জন কূটনীতিক ভারতে রয়েছেন। তার মধ্যে ৪১ জনকেই দেশে ফিরে যেতে হবে। জানা গেছে, শিগগিরই দিল্লির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিবৃতি প্রকাশ করা হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী গণমাধ্যমের এমন খবর স্বীকার বা অস্বীকার কিছুই করেননি। তবে তিনি জানিয়েছেন, কানাডায় ভারতের যে সংখ্যক কূটনীতিক রয়েছেন, সেই তুলনায় নয়াদিল্লিতে কানাডার কূটনীতিকদের সংখ্যা অনেক বেশি। তাই দু’দেশের মধ্যে সমতা রাখা উচিত।
পাঠকের মতামত
সরকার ক্ষমতা দখল করেই ২০০৯ সালে বাংলাদেশের চৌকশ ৫৭ বিডিআরের মেধাবী অফিসার হত্যার সাথে জড়িত ষড়যন্ত্রী সরকার ও ভারতীয় ‘র’। আজ যেখানে হত্যার বিচার চাইছে ক্যানাডা সেখানে বাংলাদেশের প্রায় ৫ ডজন মেধাবীকে হত্যা করে আজ অবধি বিচারের বানী নিভৃতে কাঁদছে। বর্ডারের নিরাপত্তা বাহিনী থেকে বিডিআর অস্তিত্ব যেখানে হুমকির সম্মুখে এবং যেখানে প্রতিবেশী বর্ডারের নিরাপত্তা বাহিনী থেকে মোবাইলে এসএমএস আসছে “সেনাবাহিনী তোমাদের সীমান্ত চৌকি নেবে” (SMS: Army will take up your B.O.P call us to help please) (ইফিতিখার উদ্দিন রিবা ০৩ মার্চ ২০০৯, নয়াদিগন্ত)। বাংলাদেশে প্রেরণের জন্য ভারতের একটি বাহিনী সীমান্তে প্রসতুত রাখা হয়েছে। প্রশ্ন বিডিআর বিদ্রোহের কথা কি তারা আগে থেকেই জানতেন (“কিছু প্রশ্নের জবাব জানা জরুরী” মনজুর হোসেইন ১০ মার্চ নয়াদিগন্ত)?শেখ হাসিনার সরকার পিলখানা হত্যাকান্ডে ভারতীয় সংশ্লিষ্টতা ঢাকতে হিজবুত তাহেরীর নাটক নিয়ে আসে (আমার দেশ, ২৮ মার্চ ২০০৯)। অসংখ্য অসংখ্য দাগচিহ্ন ভয়ংকর চিহ্ন আসার পরও সব ঢেকে রাখা। ক্যানাডাকে সাধুবাদ!!!
মহসিন সাহেব কি আবেগে লিখলেন যে ভারত কানাডার উপর নির্ভরশীল নয়?? ভারতের কত নাগরিক কানাডায় থাকে জানা আছে?? সবার যদি ভিসা বাতিল করা হয় কি অবস্থা হতে পারে আইডিয়া আছে?? কানাডার সাথে লাগা মানে যুক্তরাষ্ট্রের সাথেও লাগা, ইউরোপের সাথেও লাগা।
সঠিক যাচাইয়ের পরে কিনা এরূপ সিদ্ধান্ত নেওয়া উচিত
পিপিলিকার ডানা গজায় মরিবার তরে।
কানাডা ভারতকে বাংলাদেশ ভেবেছিল। ভারত বিন্দুমাত্র কানাডার উপর নির্ভরশীল নয়।
বিশ্বের কাছে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে ভারত সরকারের প্রকৃত চেহারা । ভারতীয় গুপ্তচর সংস্থা র বিভিন্ন দেশে ভারতীয় ভিন্নমতালম্বীদের হত্যা করছে , প্রতিবেশী দেশ গুলু অস্থিতিশীল করার জন্য সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে , সন্ত্রাসীদের অস্ত্র ট্রেনিং দিয়ে পাঠাচ্ছে , বিচ্ছিন্নতাবাদীদের অর্থ ,অস্ত্র সব দিচ্ছে । তবে নেকড়ে এবার গায়ে ভেড়ার চামড়া পরে কানাডাকে ধোঁকা দিতে পারে নাই । কানাডা এবার ভারত নেকড়ের গায়ে থেকে তার ভেড়ার চামড়া টি খুলে সারা বিশ্বের কাছে উন্মোচন করে দিয়েছে । এতেই গুজরাটের কসায়ের মনে দারুন গোস্বা জেগে উঠেছে । কোন লাভ নেই সারা বিশ্বই তোমাদের পরিচয় জেনে গেছে ।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা/ মার্কিন শ্রমবিষয়ক মেমোরেন্ডামের টার্গেট হতে পারে বাংলাদেশ
ভয়েস অব আমেরিকার রিপোর্ট/ বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি
মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]