বিনোদন
বিব্রত মৌসুমী
স্টাফ রিপোর্টার
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবারসম্প্রতি শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লীগ। সবকিছু ভালোই চলছিল। তবে শেষের দিকের অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। এ খেলা নিয়ে তারকাদের মধ্যে মারামারির মতো অপ্রত্যাশিত ঘটনা ঘটে। গত শুক্রবার রাতের ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে এখনো বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন শিল্পী ও কলাকুশলীরা। এরমধ্যে খবর রটেছিল এ ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। সেদিন চিত্রনায়ক শরিফুল রাজ নাকি মৌসুমীর গায়ে পানিভর্তি একটি বোতল ছুড়ে মেরেছিলেন। সত্যি কী ঘটেছিল ওইদিন? সামাজিক যোগাযোগমাধ্যমে মৌসুমী লেখেন, আমি আহত হই নাই। শরিফুল রাজ বোতল ছুড়ে মেরেছিলেন ফ্লোরে। বোতলটি ফেটে আমার গায়ে পানি লেগেছে মাত্র। আমি নিজে এটা নিয়ে কোনো অভিযোগ করিনি। কারণ, আমি দেখেছি আমাকে বা অন্য কাউকে উদ্দেশ্য করে বোতলটি তিনি ছুড়ে মারেননি; বরং যারা উত্তেজিত ছিলেন, তাদের রাজ ঠেকানোর চেষ্টা করছিলেন। এ ঘটনা নিয়ে অনেকে ফোন দিয়ে অভিনেত্রীর শারীরিক অবস্থার খবর নিচ্ছেন। এতে তিনি বিব্রত। তিনি লিখেছেন, কেন শুধু শুধু বার বার আমাকে কেন্দ্র করে এ ঘটনা ছড়ানো হচ্ছে, আমি জানি না। আপনাদের কাছে অনুরোধ, আর বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।