বিনোদন
ইমনের অভিযোগ
বিনোদন ডেস্ক
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার
বিরক্ত ওপার বাংলার সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। বাড়ির সামনের অবস্থা দেখে রেগে আগুন এ গায়িকা। কিছুদিন আগে পর্যন্ত তিনি লিলুয়ারই পাকাপাকি বাসিন্দা ছিলেন। নিজের এলাকার অবস্থা দেখে চুপ থাকতে পারলেন না। তার প্রিয় লিলুয়া ভরে উঠেছে আবর্জনায়। গণমাধ্যমকে তিনি বলেন, আমি এখন থাকি কলকাতায়। কিন্তু আমার বাবা থাকেন লিলুয়াতে। তাই সপ্তাহে তিন-চার বার এখানে আসাই হয়। আগেও এমনটা দেখেছি, বলেছি। কাজ হয়নি। বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় খুবই ভালো মানুষ। তাকে এই সমস্যার কথা জানিয়েছিলাম। কিন্তু সেভাবে কিছুই হয়নি। ক্ষুব্ধ গায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, চারদিক আবর্জনায় ভর্তি। গোটা এলাকার আবর্জনায় যেন ভরে উঠেছে এই একটা জায়গায়।
গায়িকার অভিযোগ, স্থানীয় পৌরসভায় অভিযোগ জানানোর পরেও কোনো কাজ হয়নি। সামনে পুকুরও ভরে গিয়েছে আবর্জনায়। সেই পুকুরে আর পানি নেই, শুধুই নোংরার স্তূপ। এসব দেখে ফেসবুকে তিনি লেখেন, আমার লিলুয়ার বাড়ির সামনের অটোস্ট্যান্ডটা পুরো ভাগাড়ে পরিণত হয়েছে।