কলকাতা কথকতা
ভারতীয় ভিসা মিলছে না
ইডেনে দুটি ম্যাচই কি বাংলাদেশি দর্শকশূন্য থাকবে?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২ অক্টোবর ২০২৩, সোমবার, ৩:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

অনলাইনে টিকিট বুকিং সারা, থাকার হোটেল কিংবা গেস্টহাউসের বুকিং হয়ে গেছে। কিন্তু, বিস্ময়করভাবে বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা ভারতীয় ভিসা পাচ্ছেন না। তাই ইডেনে ২৮শে অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং ৩১শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে সাকিব আল হাসানদের হয়ে গলা ফাটানোর জন্য ইডেনে ক’জন বাংলাদেশি সমর্থক থাকবেন তা বোধহয় হাতে গুণে বলা যায়।
কলকাতার হোটেল-গেস্টহাউস ব্যবসায়ীরাও বিষণ্ণ। বিষণ্ণ রেস্তোরাঁ ব্যবসায়ীরাও। ভারতীয় ভিসা আগে যেখানে ১০-১৫ দিনে পাওয়া যেত, সেখানে এখন ভিসা মঞ্জুর হতে লাগছে দু’ থেকে আড়াই মাস। শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ ও ব্যবসা সংক্রান্ত ভিসা দেয়া হতো। ব্যবসা করার জন্য এক, তিন, পাঁচ বছরের ভিসা দেয়া হতো। কিন্তু এখন স্বল্পসময়ের ভিসা দেয়ার জন্য ব্যবসায়ীদের মাল্টিপল ভিসা নিতে হচ্ছে, যেটা খুবই সংকটের। স্বাস্থ্য, শিক্ষা এবং ভ্রমণের ভিসা প্রায় বন্ধ। বাংলাদেশি ভোক্তাদের অনুপস্থিতে মার খাচ্ছে হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও। বর্তমান অবস্থায় বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা তাকিয়ে আছেন দু' দেশের বোর্ডের ওপর।
গত কয়েকমাস ধরে চলা এই ভিসা সমস্যার সঙ্গে কি বাংলাদেশের সাধারণ নির্বাচনের কোনও সম্পর্ক আছে?
এই সম্পর্কিত স্পষ্ট উত্তর না মিললেও ক্রিকেট উপলক্ষে স্বল্পকালীন ভিসার ব্যবস্থা করা যায় কি-না ভারত তা বিবেচনা করছে।
।পাঠকের মতামত
ভারত নিজেকে আমেরিকা ভাবছে মনে হয়?
সরকারের সাথে বৈরি ভাব মনে হচ্ছে! তা হলে কি আওয়ামিলীগ ক্ষমতায় আসবে না?
বিষয়টি আশ্চর্যজনক! বন্ধু প্রতিম দেশ হিসেবে যেখানে ভারত কর্তৃক আরো সহজে ও স্বল্পতম সময়ে ভিসা দেয়ার কথা..... সেখানে বরং ঘটছে ঠিক তার উল্টোটা !! বন্ধু রাষ্ট্রের সাধারণ মানুষের সাথে এমন আচরণ মোটেও কাম্য ও সম্মানজনক নয়।।
I hope it's not visa Sanction! However, during this economic crisis We should not encourage people to spend money abroad for the name of tourism etc.
পর্যটন ও চিকিৎসার জন্য থাইল্যান্ডের সাথে আমাদের যোগাযোগ আরও সহজ করা প্রয়োজন। মায়ানমার হয় সড়কপথে থাইল্যান্ডের সাথে যোগাযোগ চালু করা গেলে আরও ভাল হোত।
না দেয়াই ভালো। মোদিকে ধন্যবাদ।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]