ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

বুধবার আহমেদাবাদে সাংস্কৃতিক উৎসব

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তারকার হাট

বিশেষ সংবাদদাতা, কলকাতা        

(২ মাস আগে) ২ অক্টোবর ২০২৩, সোমবার, ১:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ অপরাহ্ন

mzamin

এবার নিয়ে চারবার ভারতে বিশ্বকাপ ক্রিকেটের আসর বসছে। বৃহস্পতিবার ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূত্রপাত। এবারই প্রথম তার একদিন আগে বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠান বুধবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে যোগদানকারী ১০ দেশের অধিনায়করা, আইসিসি ও বিসিসিআই কর্তারা ছাড়াও উপস্থিত থাকবেন একঝাঁক সেলিব্রেটি। গানে থাকছেন আশা ভোসলে, অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। শঙ্কর মহাদেবন যেমন এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবেন, তেমনই থাকছেন মঞ্চ মাতাতে রণবীর সিং, বরুণ ধাওয়ান এবং তামান্না ভাটিয়া। রশ্মিকা মানধনাকে এই আসরে শামিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা।

খেলার একঘণ্টা আগে বরাবর উদ্বোধন অনুষ্ঠান হয়। এবার সংস্কৃতি এবং খেলা দুটিকে গুরুত্ব দিয়েই উদ্বোধন অনুষ্ঠান একদিন আগে করা হচ্ছে। অর্থাৎ, খেলার দিন সময়সূচিতে যাতে বিঘ্ন না ঘটে এবং সংস্কৃতিকেও গুরুত্ব দেয়া হয়-সেই ব্যাপারটি মাথায় রেখেছেন উদ্যোক্তারা। ক্রিকেটের খোলা মঞ্চে আশা ভোসলের বিচরণ এই প্রথম হবে।

বিজ্ঞাপন
তার বোন প্রয়াত লতা মঙ্গেশকরের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক নিবিড় ছিল। উনিশশো তিরাশির  বিশ্বকাপে চ্যাম্পিয়ন কপিলস ডেভিলসদের সোনার হার উপহার দিয়েছিল ক্রিকেট বোর্ড এই লতা মঙ্গেশকরের কনসার্ট করে।

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status