কলকাতা কথকতা
পূজার পার্সেল এলো, তারপরই ফোন- প্যাকেটে মাদক আছে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১ অক্টোবর ২০২৩, রবিবার, ১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪৩ অপরাহ্ন
নতুন এই সাইবার ক্রাইমের শিকার মহিলারা। অধিকাংশই সমাজে প্রতিষ্ঠিত। কেউ অধ্যাপিকা, কেউ উকিল, কেউ চিকিৎসক, কেউ আবার সাংবাদিক। এদের কাছে ফোন আসছে, আপনার পূজার পার্সেল এসেছে। ডেলিভারি দিতে লোক যাচ্ছে। কে পার্সেল পাঠালো এই ভাবতে ভাবতেই দ্বিতীয় ফোন। এবার সিবিআই কিংবা ইডি অফিসার অথবা নারকোটিক কন্ট্রোল বুরোর অফিসার- আপনার পার্সেলে মাদক পাওয়া গেছে। তদন্তের জন্যে তৈরি হন। পরমুহূর্তে অবশ্য সুর নরম- আপনার সামাজিক প্রতিষ্ঠার কথা আমরা জানি। দু লক্ষ রুপি দিলে আমরা কেসটা ক্লোজ করে দেবো। হঠাৎ ভয় পেয়ে বা সামাজিক সম্মান যাওয়ার ভয়ে যদি আপনি আত্মসমর্পণ করেন, তাহলে আপনার দু লক্ষ রুপি তো যাবেই, আপনার একাউন্ট থেকেও সাফ হয়ে যাবে সমস্ত রুপি। নতুন এই ক্রাইমের ছকটিকে বিশ্বাসযোগ্য করার জন্য এফআইআরের কপিও পাঠানো হচ্ছে। নারকোটিক এর ব্যাগসমেত আটক এক বিদেশির ছবিও পাঠানো হচ্ছে। কলকাতা, বারাসাত ও বারাকপুরের প্রচুর প্রতিষ্ঠিত মহিলা এই রকম না পাওয়া পার্সেল এবং ফোন পেয়েছেন। অন্তত দুটি ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা দেয়ার পরও রানসাম দাবি করে ফোন আসছে। পুলিশ সতর্ক করে দিয়েছে সকলকে যে, পুজোর পার্সেলের ফোন এলেই সাবধান হওয়ার জন্য।