কলকাতা কথকতা
পদ্মার ইলিশ, দাম আকাশছোঁয়া
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১১ মাস আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১২:১৬ অপরাহ্ন
বাংলাদেশ থেকে ৮০ মেট্রিক টন ইলিশ এসে পৌঁছেছে এপার বাংলায়। কিন্তু, পদ্মার ইলিশের স্বাদ আর গন্ধ উপভোগ করতে উন্মুখ বাঙালি এখনও পদ্মার ইলিশ হাতের নাগালে পায়নি। বাঙালিকে নির্ভর করতে হচ্ছে ডায়মন্ড হারবার, বকখালি, কোলাঘাট কিংবা দীঘার ইলিশের ওপর। পদ্মার ইলিশ ছিটেফোঁটা যাও বা বাজারে আসছে তার দাম মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে। দু'হাজার থেকে আড়াই হাজার রূপির মধ্যে। পদ্মার ইলিশ আকারে বড়, স্বাদ গন্ধও অতুলনীয়। এই পদ্মার ইলিশ খুচরা বাজারে আসার আগেই পাইকারি বাজার থেকে চলে যাচ্ছে হিমঘরে।
এই ইলিশ চড়া দামে বিক্রি হবে পূজার চারদিন, জামাইষষ্ঠীতে। এবার বাংলাদেশ তিন হাজার নশো মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে এপার বাংলায়। কিন্তু অর্ধেকের অনেক কম ইলিশ এসেছে কলকাতার বাজারে। ১২ অক্টোবর থেকে বাংলাদেশে ইলিশ ধরা নিষিদ্ধ ২২ দিন। আশংকা, এর ফলে না বাংলাদেশের ইলিশ এপার বাংলায় আসায় সংকট সৃষ্টি হয়।