বিনোদন
‘হ্যারি পটার’ অভিনেতা গ্যাম্বন আর নেই
বিনোদন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারবিখ্যাত হ্যারি পটার সিরিজের প্রফেসর আলবাস ডাম্বলডোর চরিত্রে অভিনয় করা স্যার মাইকেল গ্যাম্বন (৮২) আর নেই। বৃহস্পতিবার গ্যাম্বনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে তার পরিবার। হ্যারি পটারের ৮টি সিরিজের মধ্যে ৬টিতেই অভিনয় করেছেন তিনি। এই তারকা ৬০ বছরের ক্যারিয়ারে টিভি, চলচিত্র, থিয়েটার ও রেডিওতে কাজ করেছেন। জীবদ্দশায় চারবার ‘বাফটা’ চলচ্চিত্র পুরস্কারও জিতেছিলেন।