কলকাতা কথকতা
কলকাতায় ফিরেই স্পেন নিয়ে কড়া প্রতিক্রিয়া সৌরভের
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

তার স্ট্রেইট ড্রাইভে ছক্কার কথা ক্রিকেট অনুরাগীদের মনের মণিকোঠায় উজ্জ্বল। কে ভুলবে ১৯৯৯-এর বিশ্বকাপে টনটনের মাঠে শ্রীলংকার চামিন্ডা ব্যাসকে তার পরপর ছক্কা মারার কাহিনী। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সেই মারমুখী ভূমিকায় দেখা গেল স্পেন সম্পর্কে প্রতিক্রিয়া জানানোর ব্যাপারে। সমালোচকরা বলেছিলেন, কেন সৌরভ স্পেন থেকে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানা গড়ার কথা ঘোষণা করেছেন, তিনি তো নবান্নতেও এই ঘোষণা করতে পারতেন। সৌরভ বলেন, তিনি একজন স্বাধীন মানুষ। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি কোথায় কী ঘোষণা করবেন সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এর জন্য তিনি কারও কাছে দায়বদ্ধ নন। তিনি সমালোচকদের বলেন, এর আগেও তিনি দুটো ছোট ইস্পাত প্রকল্প গড়েছেন। শালবনিরটা অনেক বড় হবে।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]