বিশ্বজমিন
জাপানের বিজ্ঞানীদের আবিষ্কার
মেঘের ভিতর প্লাস্টিক দূষণ
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪২ অপরাহ্ন
জাপানের বিজ্ঞানীরা গবেষণায় মেঘের ভিতর প্লাস্টিকের অনু বা কণার সন্ধান পেয়েছেন। তারা মনে করছেন এসব প্লাস্টিক কণা জলবায়ুকে প্রভাবিত করছে। কিন্তু কিভাবে সে সম্পর্কে এখনও পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। এ বিষয়ক গবেষণা প্রকাশিত হয়েছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি লেটারস-এ। তাতে বলা হয়েছে, বিজ্ঞানীরা ফিজি ও ওয়ামা পাহাড়ের চূড়ায় আরোহণ করেন মেঘের কণা সংগ্রহে। পাহাড়ের চূড়ায় এসব মেঘ এসে মিশে যায়। সেখান থেকে নমুনা নিয়ে তারা গবেষণা করেন। নিশ্চিত হতে চান এই মেঘের পদার্থগত এবং রাসায়নিক দিক থেকে কি কি বৈশিষ্ট্য আছে। তারা এ সময় নয় রকম ভিন্ন ভিন্ন পলিমার দেখতে পান মেঘের কণায়। আর এক রকম রাবার দেখতে পান। এর আকার ৭.১ থেকে ৯৪.৬ মাইক্রোমিটার পর্যন্ত। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, মেঘের পানির প্রতি এক লিটারে ৬.৭ থেকে ১৩.৯ পিস পর্যন্ত প্লাস্টিক পেয়েছেন বিজ্ঞানীরা।
এ ছাড়া হাইড্রোফিলিক বা পানির প্রতি আকৃষ্ট পলিমার পাওয়া গেছে প্রচুর পরিমাণে। বুধবার ওয়াসেদা ইউনিভার্সিটির গবেষণার শীর্ষ লেখক হিরোশি ওকোচি বলেছেন, যদি বাতাসে প্লাস্টিক দূষণ সক্রিয়ভাবে সমাধানের পথ না খোঁজা হয় তাহলে জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক ঝুঁকি হয়ে উঠবে বাস্তবিক। এতে ক্ষতি হবে অপূরণীয়। ভবিষ্যতে মারাত্মকভাবে পরিবেশের ক্ষতি করবে। যখন মাইক্রোপ্লাস্টিক আবহাওয়া মণ্ডলের উপরে উঠে যায় এবং অতিবেগুনি রশ্মির তেজস্ক্রিয়তার মুখে পড়ে তখন তারা আরো খারাপ আচরণ করে। এতে গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রে অবদান রাখে।