ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

জি-২০ সম্মেলনের সময় কোকেনের নেশায় বুঁদ ছিলেন ট্রুডো!

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৫:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

mzamin

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া জি-২০ সম্মেলনের সময় কোকেনের নেশায় বুঁদ হয়ে ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো! এমন বিস্ফোরক অভিযোগই তুললেন এক ভারতীয় কূটনীতিক। শুধু তাই নয়, দিল্লি সফরের সময় বিমান ভর্তি করে মাদক নিয়ে এসেছিলেন বলেও দাবি করেছেন তিনি। সোমবার ভারতীয় গণমাধ্যম জি নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে ট্রুডো সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর দাবি করেন সুদানের প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত দীপক ভোরা। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

দীপক ভোরা বলেন, জি-২০ সম্মেলনে যোগ দিতে আসা কানাডার প্রধানমন্ত্রীর বিমান কোকেনে ভর্তি ছিল। নেশার কারণে টানা দুইদিন তাই তিনি নিজের রুম থেকে বের হননি। তিনি আরও বলেন, আমার স্ত্রী ট্রুডোকে দিল্লি বিমানবন্দরে দেখেছে। সে আমাকে জানায়, ট্রুডোকে তখন মানসিকভাবে চাপে রয়েছেন বলে মনে হয়েছে। আমরা এর কারণ জানি না। কিন্তু সোশাল মিডিয়ার খবর অনুযায়ী, ট্রুডোর বিমানে ভর্তি ছিল কোকেন। তিনি রাষ্ট্রপতি ভবনের নৈশাহারেও যাননি। কেউ কেউ বলছেন ড্রাগ নেয়ার কারণে তার কোনও হুঁশ ছিল না।

এদিকে ভারতীয় ওই কূটনীতিকের দাবি অস্বীকার করেছেন ট্রুডো। তার দফতরের তরফে দেয়া এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা কথা বলা হচ্ছে। কী ভাবে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা যায়, এটা তার উদাহরণ।

দীপক ভোরা এমন এক সময় কানাডার প্রধানমন্ত্রী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন যখন খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং হত্যাকে ঘিরে ভারত-কানাডার সম্পর্ক তলানিতে ঠেকেছে। গত ১৮ই জুন কানাডার বৃটিশ কলাম্বিয়া প্রদেশে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির গুলিতে নিহত হন হরদীপ সিং।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status