ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

নাৎসি সেনাকে সম্মান

স্পিকারকে বলির পাঁঠা বানালেন ট্রুডো, সমালোচনার ঝড়

মানবজমিন ডেস্ক

(২ মাস আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৪:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

mzamin

নাৎসি সৈনিককে সম্মান প্রদর্শন করার দায় নিজের মাথায় নিয়ে পদত্যাগ করেছেন কানাডা পার্লামেন্টের স্পিকার অ্যান্থনি রোটা। অপরদিকে এ নিয়ে এখনও ক্ষমা চাননি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পুরো ঘটনার দায় তিনি স্পিকারের ওপরে চাপিয়ে দিয়েছেন। অথচ ওই নাৎসি সৈনিককে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন তিনিও। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রুডোর বিরুদ্ধে সমালোচনার ঝড় চলছে। 
কানাডার গণমাধ্যম ন্যাশনাল পোস্ট লিখেছে, পুরো বিশ্ব এখন কানাডাকে নিয়ে উপহাস করছে। নাৎসি বাহিনীর হয়ে যুদ্ধ করা এক ব্যক্তিকে আমরা পার্লামেন্টে এনে সম্মান জানিয়েছি। এরপরেও প্রধানমন্ত্রী ট্রুডোর একমাত্র চিন্তা হচ্ছে, সবাইকে বুঝানো যে এখানে তার কোনো দায় নেই। ট্রুডো ভিডিও বার্তায় এসে বলেন, স্পিকার তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। এ নিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস শিরোনাম করেছে, ‘স্পিকারকে বলির পাঁঠা বানালেন ট্রুডো’।  
এর আগে গত শুক্রবার কানাডার পার্লামেন্টে আমন্ত্রণ জানানো হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে।

বিজ্ঞাপন
এসময় সেখানে ডাকা হয় ইয়ারোস্লাভ হানকা নামের এক নাৎসি সেনাকে। তিনি নাৎসি এসএস ইউনিটের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তিনি যে ইউনিটের সদস্য ছিলেন, সেটি পোলিশ, ইহুদি ও নিরস্ত্র রুশদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করায় কানাডার পার্লামেন্টে তাকে 'হিরো' হিসেবে আখ্যা দিয়ে দাঁড়িয়ে সম্মান জানান স্পিকার রোটা, জেলেনস্কি ও ট্রুডো। 
এদিকে নাৎসি সেনাকে সম্মান জানানোয় ক্ষোভ জানিয়েছে রাশিয়া। তারা এর ব্যাখ্যা চেয়ে কানাডার প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠিয়েছে। প্রতিবাদ এসেছে পোল্যান্ড ও ইহুদিদের সংগঠনগুলো থেকেও। সবাই জাস্টিন ট্রুডোকে ক্ষমা চাইতে বলেছেন। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status