বিশ্বজমিন
নাৎসি সেনাকে সম্মান
স্পিকারকে বলির পাঁঠা বানালেন ট্রুডো, সমালোচনার ঝড়
মানবজমিন ডেস্ক
(২ মাস আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

নাৎসি সৈনিককে সম্মান প্রদর্শন করার দায় নিজের মাথায় নিয়ে পদত্যাগ করেছেন কানাডা পার্লামেন্টের স্পিকার অ্যান্থনি রোটা। অপরদিকে এ নিয়ে এখনও ক্ষমা চাননি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পুরো ঘটনার দায় তিনি স্পিকারের ওপরে চাপিয়ে দিয়েছেন। অথচ ওই নাৎসি সৈনিককে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন তিনিও। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রুডোর বিরুদ্ধে সমালোচনার ঝড় চলছে।
কানাডার গণমাধ্যম ন্যাশনাল পোস্ট লিখেছে, পুরো বিশ্ব এখন কানাডাকে নিয়ে উপহাস করছে। নাৎসি বাহিনীর হয়ে যুদ্ধ করা এক ব্যক্তিকে আমরা পার্লামেন্টে এনে সম্মান জানিয়েছি। এরপরেও প্রধানমন্ত্রী ট্রুডোর একমাত্র চিন্তা হচ্ছে, সবাইকে বুঝানো যে এখানে তার কোনো দায় নেই। ট্রুডো ভিডিও বার্তায় এসে বলেন, স্পিকার তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। এ নিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস শিরোনাম করেছে, ‘স্পিকারকে বলির পাঁঠা বানালেন ট্রুডো’।
এর আগে গত শুক্রবার কানাডার পার্লামেন্টে আমন্ত্রণ জানানো হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে।
এদিকে নাৎসি সেনাকে সম্মান জানানোয় ক্ষোভ জানিয়েছে রাশিয়া। তারা এর ব্যাখ্যা চেয়ে কানাডার প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠিয়েছে। প্রতিবাদ এসেছে পোল্যান্ড ও ইহুদিদের সংগঠনগুলো থেকেও। সবাই জাস্টিন ট্রুডোকে ক্ষমা চাইতে বলেছেন।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা/ মার্কিন শ্রমবিষয়ক মেমোরেন্ডামের টার্গেট হতে পারে বাংলাদেশ
ভয়েস অব আমেরিকার রিপোর্ট/ বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি
মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]